দু’জনই এমন জীবনসঙ্গী খুঁজছিলাম, অবশেষে পেয়েও গেলাম: শশী
- প্রকাশের সময় : ০৪:৫১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ২৪ বার পঠিত
শারমিন জোহা শশী। অভিনেত্রী ও মডেল। সোমবার বিয়ের পিঁড়িতে বসেছেন এই নায়িকা। তাঁর বরের নাম খালিদ হোসাইন। তিনি অভি নামে পরিচিত। বিয়ে এবং অন্যান্য বিষয়ে কথা হলো তাঁর সঙ্গে–
নতুন জীবন শুরু করলেন। আপনার জন্য শুভ কামনা…
ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন; যাতে আগামীর দিনগুলো ভালোভাবে কাটাতে পারি।
খালেদ হোসাইন অভির সঙ্গে আপনার পরিচয় কীভাবে হয়েছিল?
প্রায় দেড় বছর আগে কোরীয় এক ড্রামার ডাবিংয়ের সূত্রেই আমাদের পরিচয়। সেই ডাবিং পরিচালনার দায়িত্বে ছিলেন অভি। একদিন এসআরকে স্টুডিওর পক্ষ থেকে ‘রিপ্লাই ১৯৯৮’ নামে সিরিজের ডাবিংয়ের জন্য আমায় ফোন করেন। ডাবিং ঘিরেই প্রথম কথা ও দেখা হয়। সেই পরিচয় থেকেই ভালো লাগা ও অবশেষে পরিণয়।
কে আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল?
অভি আগে বিয়ের প্রস্তাব দেয়। যদিও সেই প্রস্তাবটি সরাসরি ছিল না। সে বলেছিল, আপনি চাইলে আমরা একসঙ্গে থাকতে পারি। তাঁর এই কথায় বুঝে নিয়েছিলাম, তিনি আমায় বিয়ের প্রস্তাব দিয়েছেন। এদিকে সেই সময় আমার পরিবার থেকেও বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছেন। একসময় দু’জনই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ভাবতে থাকি। আমাদের কাছে মনে হয়, বিয়ের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। দুই পরিবারের কথা হলো। আর আমরাও নিজেদের মধ্যে কথা বলে, একসময় সিদ্ধান্ত নিই বিয়ে যেহেতু করছি, তবে খুব বেশি সময় নেব না। কারণ, আমাদের একের অন্যের কাছে নিজেদের যোগ্য মনে হয়েছে। দু’জনই এমন জীবনসঙ্গী খুঁজছিলাম। পাওয়ার পর অবশেষে বিয়ে করে ফেললাম।
আপনার বরের মূল পেশা কী?
অভি একেবারেই অডিও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। সে আগে একটি ডাবিং কোম্পানিতে ছিল। এখন নিজেই একটি ডাবিং কোম্পানি চালু করছে। সে ডাবিং বিষয়টা ভালো বোঝে। যে কারণে তাঁর আগ্রহও এদিকে। ডাবিং ডিরেকশন নিয়েই সে থাকতে চায়। পাশাপাশি সে নিজেও ভয়েস অ্যাক্টর। অভি অনেক সিরিজ, কার্টুন, অ্যানিমেশনে ভয়েস দিয়েছে। তবে মূল পেশা ডাবিং ডিরেক্টর।
চার পাঁচ মাস আগে, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তারপরও ঘরোয়া আয়োজন…
সত্যি বলতে কী এখনই সবাইকে জানাতে চাইনি। বিয়েতে বরের মা-বাবা ও ভাই এবং আমার মা ভাই আর বাচ্চারা উপস্থিত ছিলেন। তবে আমাদের ইচ্ছা আছে, সহকর্মী ও আত্মীয়স্বজনকে নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা করার। এ বছরে তা হবে না।
এবার অভিনেত্রী শশীর কথা বলুন?
আমি নিয়মিত নাটকে কাজ করছি। কিন্তু সংখ্যায় কম। যখন একের পর এক চিত্রনাট্য পেয়েছি, তখনও কম করতাম, এখনও ত-ই করি। সত্যি বলতে, কাজ ছাড়া কারও সঙ্গে বাড়তি কথা হয় না। আমার গণসংযোগ একটু দুর্বল।
ক্যারিয়ারের ২০ বছর পার করেছেন। কী মনে হয়?
দীর্ঘ ক্যারিয়ারে ভক্তরা আমায় চেনেন, ভালোবাসেন, এটাই আমার অন্যতম পাওয়া। তবে এই পথ কখনও মসৃণ ছিল, কখনও কঠিন। তারপরও সময়ের সঙ্গে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছি। শুরুর দিনগুলোর মতো এখনও ভালো কিছুর প্রতীক্ষায় আছি। নিজের মতো করে ভালো আছি। ক্যারিয়ারে অনেক সময় হয়তো সিদ্ধান্ত নিতে ভুল করেছি। কিন্তু এসব নিয়ে এখন আর ভাবি না। সূত্র : সমকাল।