নিউইয়র্ক ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মানহানির মামলায় ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ২৪ বার পঠিত

মানহানির মামলা নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে এবিসি নিউজ। রবিবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

চলতি বছরের ১০ মার্চ এবিসি নিউজের তারকা সঞ্চালক জর্জ স্টেফানোপোলাস একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন। তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ‘ধর্ষণের জন্য দোষী’ বলেছিলেন।

ওইদিন স্টেফানোপোলাস দেশটির কংগ্রেসের একজন নারী সদস্যের সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই নারী সদস্য এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। তিনি ট্রাম্পতে কেন সমর্থন জানিয়েছেন তা নিয়ে কথা বলার সময়ই এবিসি নিউজের এই সঞ্চালক ট্রাম্পকে ধর্ষণের অভিযোগে দোষী পাওয়া গেছে এমন অভিযোগ করেন।

গত বছর একটি দেওয়ানি মামলায় একজন জুরি ট্রাম্পকে ‘যৌন নিপীড়নকারী’ বলে আখ্যা দিয়েছিলেন। নিউইয়র্কের আইনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। এ মিথ্যা অভিযোগের জন্য ট্রাম্প এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

ফক্স নিউজ ডিজিটালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার উভয় পক্ষের মধ্যে এ মামলার নিষ্পত্তির জন্য সমঝোতা হয়েছে। সে সমঝোতার অংশ হিসেবে এবিসি নিউজ স্টেফানোপোলোসের বক্তব্যের জন্য ‘দুঃখ’ প্রকাশ করে একটি বিবৃতিও প্রকাশ করবে। এছাড়া ট্রাম্পের আইনি লড়াইয়ের খরচ হিসেবে ট্রাম্পকে আরও ১০ লাখ যুক্তরাষ্ট্রের ডলার দেবে এবিসি নিউজ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মানহানির মামলায় ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ

প্রকাশের সময় : ১১:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

মানহানির মামলা নিষ্পত্তির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে এবিসি নিউজ। রবিবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।

চলতি বছরের ১০ মার্চ এবিসি নিউজের তারকা সঞ্চালক জর্জ স্টেফানোপোলাস একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন। তিনি অনুষ্ঠানে বারবার ট্রাম্পকে ‘ধর্ষণের জন্য দোষী’ বলেছিলেন।

ওইদিন স্টেফানোপোলাস দেশটির কংগ্রেসের একজন নারী সদস্যের সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই নারী সদস্য এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতি তার সমর্থন জানিয়েছিলেন। তিনি ট্রাম্পতে কেন সমর্থন জানিয়েছেন তা নিয়ে কথা বলার সময়ই এবিসি নিউজের এই সঞ্চালক ট্রাম্পকে ধর্ষণের অভিযোগে দোষী পাওয়া গেছে এমন অভিযোগ করেন।

গত বছর একটি দেওয়ানি মামলায় একজন জুরি ট্রাম্পকে ‘যৌন নিপীড়নকারী’ বলে আখ্যা দিয়েছিলেন। নিউইয়র্কের আইনে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। এ মিথ্যা অভিযোগের জন্য ট্রাম্প এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

ফক্স নিউজ ডিজিটালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার উভয় পক্ষের মধ্যে এ মামলার নিষ্পত্তির জন্য সমঝোতা হয়েছে। সে সমঝোতার অংশ হিসেবে এবিসি নিউজ স্টেফানোপোলোসের বক্তব্যের জন্য ‘দুঃখ’ প্রকাশ করে একটি বিবৃতিও প্রকাশ করবে। এছাড়া ট্রাম্পের আইনি লড়াইয়ের খরচ হিসেবে ট্রাম্পকে আরও ১০ লাখ যুক্তরাষ্ট্রের ডলার দেবে এবিসি নিউজ।