ভারতে রেকর্ড সর্বোচ্চে চালের মজুদ, রফতানি বাড়ার সম্ভাবনা
- প্রকাশের সময় : ০২:২৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ২১ বার পঠিত
ভারতে ডিসেম্বরের শুরুতে চালের মজুদ রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। সরকারি লক্ষ্যমাত্রার তুলনায় পাঁচ গুণ বেশি চাল মজুদ করেছে দেশটি। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের ফুড করপোরেশন। খবর রয়টার্স।
বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশ ভারত। ১ ডিসেম্বর পর্যন্ত দেশটির পণ্যটির মজুদের সরকারি লক্ষ্যমাত্রা ছিল ৭৬ লাখ টন। ফুড করপোরেশনের দেয়া তথ্যানুযায়ী, এ সময় পর্যন্ত রাষ্ট্রীয় গুদামে মজুদকৃত চালের পরিমাণ ছিল ৪ কোটি ৪১ লাখ টন। এদিকে চলতি বছরের গ্রীষ্মে ভারতের কৃষকরা ১২ কোটি টন রেকর্ড চাল উৎপাদন করেছেন, যা মোট উৎপাদনের প্রায় ৮৫ শতাংশ।
গত বছর অনিয়মিত বৃষ্টিপাতের কারণে সব ধরনের চাল রফতানি সীমিত করেছিল ভারত। তবে চলতি বছর উৎপাদন বাড়ার সম্ভাবনায় প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। যদিও ভাঙা চালের জন্য এখনো নিষেধাজ্ঞা বহাল আছে।
মজুদ বৃদ্ধির তথ্য প্রকাশের পর খাতসংশ্লিষ্টরা জানান, আগামী দিনগুলোয় ভারত থেকে চাল রফতানি বাড়তে পারে। এতে অভ্যন্তরীণ সরবরাহের ওপরও কোনো চাপ তৈরি হবে না।
চালের পাশাপাশি ভারতে গমের মজুদও সরকারি লক্ষ্যমাত্রার তুলনায় বেড়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে পণ্যটির মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২৩ লাখ টন, যেখানে সরকারি লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৩৮ লাখ টন।
তবে দেশটিতে গম রফতানিতে নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি ভারতে পণ্যটি রেকর্ড সর্বোচ্চ দামে বেচাকেনা হচ্ছে। এর পেছনে ভূমিকা পালন করেছে শক্তিশালী চাহিদা, সীমিত সরবরাহ ও রাষ্ট্রীয় গুদাম থেকে সময়মতো গম সরবরাহ না করা।