বিজ্ঞাপন :
ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০২:১৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ১৯ বার পঠিত
ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম শুক্রবার কমেছে। শিকাগো ও ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে অন্যান্য ভোজ্যতেলের কম দাম পণ্যটির বাজারদর নিম্নমুখী হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শেষদিনে পাম অয়েলের দাম কমেছে ১৭ রিঙ্গিত বা দশমিক ৩৫ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৪ হাজার ৯০৪ রিঙ্গিতে (১ হাজার ১০২ ডলার ৭৭ সেন্ট)। পুরো সপ্তাহে পাম অয়েলের দাম ৪ দশমিক ৩৭ শতাংশ কমেছে।
কুয়ালালামপুরের এক ব্যবসায়ী বলেন, ‘ভবিষ্যৎ সরবরাহ চুক্তিগুলোয় কিছুটা কম দামে মালয়েশীয় পাম অয়েল বেচাকেনা হচ্ছে। নতুন নির্দেশনার জন্য অপেক্ষা করছেন ব্যবসায়ীরা।’