অতিরিক্ত পর্যটনের চাপে সান্তার গ্রাম
- প্রকাশের সময় : ০১:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / ১৯ বার পঠিত
প্রতি বছর লাখ লাখ মানুষ ভিড় করে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডের রাজধানী রোভানিয়েমি শহরের ‘সান্তা ক্লজের গ্রামে’। ক্রিসমাস এলে পর্যটকের ভিড় আরো বেড়ে যায়। অবশ্য বেড়ে যাওয়ারই কথা। পশ্চিমা খ্রিস্টীয় সংস্কৃতিতে সান্তা ক্লজ এক কিংবদন্তি চরিত্র।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনি ক্রিসমাস ইভ (২৪ ডিসেম্বর) অথবা ফিস্ট ডে-তে (৬ ডিসেম্বর) ভালো ছেলেমেয়েদের বাড়ি বাড়ি ঘুরে তাদের উপহার দিয়ে যান। ফলে রহস্যময় ও আকর্ষণীয় এ চরিত্র ঘিরে শিশুদের তো বটে, অবকাশের যাপনের জন্য বড়দের ভিড় জমে রোভানিয়েমির সান্তার বাড়িতে। হিসাব বলছে, গ্রামটিতে প্রতি বছর ছয় লাখের বেশি পর্যটক আসে। যেখানে গত বছর রোভানিয়েমি শহরে এসেছিল ১২ লাখ রাত্রিযাপনকারী পর্যটক। বেড়াতে আসা মানুষের সংখ্যা বাড়ায় স্থানীয় হোটেল-রেস্টুরেন্ট মালিক ও সরকারি কর্মকর্তারা খুশি। তবে সবাই এ ঢল নিয়ে খুশি নন।
স্থানীয় বাসিন্দা ৪৩ বছর বয়সী অ্যান্টি পাকানেন বলেন, ‘আমরা অতিরিক্ত পর্যটন নিয়ে উদ্বিগ্ন। পর্যটন এত দ্রুত বেড়েছে, এটা এখন আর নিয়ন্ত্রণে নেই। এ নিয়ে গত সেপ্টেম্বরে শহরের রাস্তায় একটি সমাবেশ আয়োজন করেছিলেন তিনি। পর্যবেক্ষরা বলছেন, অতিরিক্ত পর্যটনের কারণে স্থানীয় ঐতিহাসিক স্থানগুলো ক্ষতিগ্রস্ত ও অবকাঠামোগুলো অতিরিক্ত চাপে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে যাচ্ছে। ফলে পর্যটকরা অর্থনীতির উপকারের পরিবর্তে ক্ষতি করছেন।’
তবে স্থানীয়দের উদ্বিগ্ন সত্ত্বেও ২০২৫ সালে রোভানিয়েমির পর্যটন আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ পর্যটকরা শীতকালীন সময় ও উত্তর মেরু অঞ্চলের আকর্ষণীয় পরিবেশ উপভোগ করতে চান। খবর ও ছবি সিএনএন