নিউইয়র্ক ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শোটাইম মিউজিক’র জমজমাট আয়োজন : ১৪তম এনআরবি অ্যাওয়ার্ড পেলেন ৪১ জন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / ২৪ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): বিগত তের বছরের মতো এবারও জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক অনাবাসী বাংলাদেশি (এনআরবি) অ্যওয়ার্ড অনুষ্ঠান। শোটাইম মিউজিক প্রবর্তিত এবারের ১৪তম এনআরবি অ্যাওয়ার্ড পেয়েছেন দেশ ও প্রবাসের শিল্পী ও কলা-কুশলীসহ ৪১ জন। সিটির উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে গত ১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজ করা হয়।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে শুভেচ্ছা বক্তব্য, সঙ্গীত ও নৃত্য এবং অ্যাওয়ার্ড প্রদান পর্ব। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, মোঃ হোসেন জামিল, খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার শেফ মো: খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান, আহসান হাবিব, আব্দুর রশিদ বাবু, হাসান জিলানী, সোশ্যাল মিডিয়া তারকা প্রিসিলা প্রমুখ বক্তব্য রাখেন। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী টিনা রাসেল, অংকন ইয়াসমিন, প্রতিক হাসান, কামরুল ইসলাম, প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ ও মিতু মাহমুদ। খবর ইউএনএ’র।
গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্ট এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একে একে ৪১ জন শিল্পী ও কলা-কুশলীর নাম ঘোষণা করেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। বিভিন্ন ক্যাটাগরিতে দেশ ও প্রবাসের উদীয়মান শিল্পী, কলা-কুশলী এবং বিশিষ্ট বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে এনআরবি অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠান উপস্থপনায় ছিলেন কামরুজ্জামান বাবু।
এবারের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ওয়াশিংটন ইউনিভার্সিিিট অব সাইন্স এন্ড টেকনোলজি’র চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ইস্টার্ন ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নুরুল আজিম, গেøাবাল এমএস ইনকের প্রেসিডেন্ট ও সিইও তারেক হাসান খান, নোয়া ডিস্ট্রিবিউটরের সত্ত¡াধিকারী বিলাল চৌধুরী, ক্রেডিট কোরের মোহাম্মদ এ কাশেম, খলিল ফুডসের কর্ণধার শেফ মো. খলিলুর রহমান, বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ চিশতী, ডা. বর্ণালী হাসান, ডিজিটাল বাংলা ট্রাভেলসের কর্ণধার বেলায়েত হোসেন বেলাল, কুইন্স প্যালেসের কর্ণধার সৈয়দ মুস্তাকিম ও রাবু, সাংবাদিক আব্দুল আউয়াল মিন্টু, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী ও তুষার, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী রেশমি মির্জা, ফ্যাশন ডিজাইনার মানহা ক্লোজেট, সোশ্যাল মিডিয়া তারকা প্রিসিলা, সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল, অনিক রাজ, মিতু মাহমুদ ও কামরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাজী আবদুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, হাসান জিলানী, মোহাম্মদ খালেক, আশরাফ চৌধুরী খোকন, আহসান হাবীব, এম এ হোসেন সেলিম, আবদুর রশিদ বাবু, রিদোয়ান হক, নারী উদ্যোক্তা রানো নেওয়াজ ও মুনমুন হাসিনা, সামাজিক কর্মী শাহানাজ হোসেন, মিয়া মোহাম্মদ দুলাল ও খায়রুল ইসলাম খোকন এবং সঙ্গীত পরিষদ, সানম্যান গেøাবাল এক্স করপোরেশন, সিলেট মটরস ও ডিজিটাল ট্রাভেলস।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাংলাদেশীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশেষ করে প্রতিভা বিকাশের স্বীকৃতি স্বরূপ ‘এনআরবি অ্যাওয়ার্ড’ প্রদান করার জন্য আয়োজক আলমগীর খান আলমের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম অন্যান্য বছরের মতো এবারের এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করায় সকল পৃষ্ঠপোষক ও শিল্পী, কলা-কুশলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। তিনি বলেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে একটানা ১৪ বছর ধরে এই অনুষ্ঠানটি পরিচালনা করে আসছি। অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির জন্য এক বছর ধরে টিম ওয়ার্ক করতে হয়। কাজটি কষ্ট সাধ্য হলেও ১৩ বছর ধরে শো টাইম মিউজিকের ধারাবাহিকতা রক্ষা করে আসছি। এবারে আশানুরূপভাবে সাফল্য করতে সক্ষম হয়েছি। অনুষ্ঠানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছিলো তা সার্থক হয়েছে। আগামীতেও এমন অনুষ্ঠান আয়োজনে তিনি সকলের সহযোগিতা কামনা এবং উৎসাহিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শোটাইম মিউজিক’র জমজমাট আয়োজন : ১৪তম এনআরবি অ্যাওয়ার্ড পেলেন ৪১ জন

প্রকাশের সময় : ১১:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

নিউইয়র্ক (ইউএনএ): বিগত তের বছরের মতো এবারও জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক অনাবাসী বাংলাদেশি (এনআরবি) অ্যওয়ার্ড অনুষ্ঠান। শোটাইম মিউজিক প্রবর্তিত এবারের ১৪তম এনআরবি অ্যাওয়ার্ড পেয়েছেন দেশ ও প্রবাসের শিল্পী ও কলা-কুশলীসহ ৪১ জন। সিটির উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে গত ১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজ করা হয়।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে শুভেচ্ছা বক্তব্য, সঙ্গীত ও নৃত্য এবং অ্যাওয়ার্ড প্রদান পর্ব। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক লায়ন শাহ নেওয়াজ, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, মোঃ হোসেন জামিল, খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার শেফ মো: খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফাহাদ সোলায়মান, আহসান হাবিব, আব্দুর রশিদ বাবু, হাসান জিলানী, সোশ্যাল মিডিয়া তারকা প্রিসিলা প্রমুখ বক্তব্য রাখেন। সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী টিনা রাসেল, অংকন ইয়াসমিন, প্রতিক হাসান, কামরুল ইসলাম, প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, অনিক রাজ ও মিতু মাহমুদ। খবর ইউএনএ’র।
গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্ট এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একে একে ৪১ জন শিল্পী ও কলা-কুশলীর নাম ঘোষণা করেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। বিভিন্ন ক্যাটাগরিতে দেশ ও প্রবাসের উদীয়মান শিল্পী, কলা-কুশলী এবং বিশিষ্ট বাংলাদেশী ব্যবসায়ীদের মাঝে এনআরবি অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠান উপস্থপনায় ছিলেন কামরুজ্জামান বাবু।
এবারের পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- ওয়াশিংটন ইউনিভার্সিিিট অব সাইন্স এন্ড টেকনোলজি’র চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ, ইস্টার্ন ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট নুরুল আজিম, গেøাবাল এমএস ইনকের প্রেসিডেন্ট ও সিইও তারেক হাসান খান, নোয়া ডিস্ট্রিবিউটরের সত্ত¡াধিকারী বিলাল চৌধুরী, ক্রেডিট কোরের মোহাম্মদ এ কাশেম, খলিল ফুডসের কর্ণধার শেফ মো. খলিলুর রহমান, বেঙ্গল হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ জামিল হোসেন, সিপিএ মোহাম্মদ চিশতী, ডা. বর্ণালী হাসান, ডিজিটাল বাংলা ট্রাভেলসের কর্ণধার বেলায়েত হোসেন বেলাল, কুইন্স প্যালেসের কর্ণধার সৈয়দ মুস্তাকিম ও রাবু, সাংবাদিক আব্দুল আউয়াল মিন্টু, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী ও তুষার, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী রেশমি মির্জা, ফ্যাশন ডিজাইনার মানহা ক্লোজেট, সোশ্যাল মিডিয়া তারকা প্রিসিলা, সঙ্গীত শিল্পী কামরুজ্জামান বকুল, অনিক রাজ, মিতু মাহমুদ ও কামরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাজী আবদুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, হাসান জিলানী, মোহাম্মদ খালেক, আশরাফ চৌধুরী খোকন, আহসান হাবীব, এম এ হোসেন সেলিম, আবদুর রশিদ বাবু, রিদোয়ান হক, নারী উদ্যোক্তা রানো নেওয়াজ ও মুনমুন হাসিনা, সামাজিক কর্মী শাহানাজ হোসেন, মিয়া মোহাম্মদ দুলাল ও খায়রুল ইসলাম খোকন এবং সঙ্গীত পরিষদ, সানম্যান গেøাবাল এক্স করপোরেশন, সিলেট মটরস ও ডিজিটাল ট্রাভেলস।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসে বাংলাদেশীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশেষ করে প্রতিভা বিকাশের স্বীকৃতি স্বরূপ ‘এনআরবি অ্যাওয়ার্ড’ প্রদান করার জন্য আয়োজক আলমগীর খান আলমের উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম অন্যান্য বছরের মতো এবারের এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করায় সকল পৃষ্ঠপোষক ও শিল্পী, কলা-কুশলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। তিনি বলেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে একটানা ১৪ বছর ধরে এই অনুষ্ঠানটি পরিচালনা করে আসছি। অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির জন্য এক বছর ধরে টিম ওয়ার্ক করতে হয়। কাজটি কষ্ট সাধ্য হলেও ১৩ বছর ধরে শো টাইম মিউজিকের ধারাবাহিকতা রক্ষা করে আসছি। এবারে আশানুরূপভাবে সাফল্য করতে সক্ষম হয়েছি। অনুষ্ঠানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছিলো তা সার্থক হয়েছে। আগামীতেও এমন অনুষ্ঠান আয়োজনে তিনি সকলের সহযোগিতা কামনা এবং উৎসাহিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন।