নিউইয়র্ক ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শুভ জন্মদিন শামীম সিদ্দিকী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / ৪২ বার পঠিত

Screenshot

অপু: শ্বাশত সৌন্দর্যর সংস্কৃতি চর্চার সংগীত একটি বড় মাধ্যম। এই ললিতকলায় শিল্পীরা সাধনায় সিদ্ধ হয়ে মানুষের মনরঞ্জন করে- এর জন্য অনেক কষ্ঠের প্রয়োজন হয়। অনেক আগের কথা যখন নিউইর্য়কের বাংলা সংস্কৃতিচর্চা হাঁটি পা পা করছে- তখন শামীম সিদ্দিকী বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশ করে বাংলাদেশীদের মনে ভালবাসার স্থান করে নেয়।

বাংলা সংস্কৃতিচর্চার আরেক নির্ভীক সৈনিক ‘শো টাইম মিউজিক’-এর কর্নধার আলমগীর খান আলম বহু চৌকস অনুষ্ঠান সোসাইটিতে উপহার দেন। এর প্রায় প্রতিটি অনুষ্ঠানেই শামীম সিদ্দিকীর অংশ গ্রহন ও গান পরিবেশন অন্য মাত্রা যোগ করত। স্থানীয় শিল্পীদের যেমন- মামুন, নিপা জামান, কামরুজ্জামান বকুল, জহির টিপু, চন্দ্রা রায় আরো অনেকের অনুষ্ঠানকে সফল করার জন্য প্রাণপণ সাহায্য করে। শামীম সিদ্দিকী একজন বড় মাপের মানুষ এবং শিল্পী। আল্লাহ তাকে নেক হায়াৎ দান করুন। হাজার বছর ঘুরে ঘুরে আসুক এই শুভ জন্মদিনটি (২৯ নভেম্বর)।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

শুভ জন্মদিন শামীম সিদ্দিকী

প্রকাশের সময় : ১২:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

অপু: শ্বাশত সৌন্দর্যর সংস্কৃতি চর্চার সংগীত একটি বড় মাধ্যম। এই ললিতকলায় শিল্পীরা সাধনায় সিদ্ধ হয়ে মানুষের মনরঞ্জন করে- এর জন্য অনেক কষ্ঠের প্রয়োজন হয়। অনেক আগের কথা যখন নিউইর্য়কের বাংলা সংস্কৃতিচর্চা হাঁটি পা পা করছে- তখন শামীম সিদ্দিকী বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশ করে বাংলাদেশীদের মনে ভালবাসার স্থান করে নেয়।

বাংলা সংস্কৃতিচর্চার আরেক নির্ভীক সৈনিক ‘শো টাইম মিউজিক’-এর কর্নধার আলমগীর খান আলম বহু চৌকস অনুষ্ঠান সোসাইটিতে উপহার দেন। এর প্রায় প্রতিটি অনুষ্ঠানেই শামীম সিদ্দিকীর অংশ গ্রহন ও গান পরিবেশন অন্য মাত্রা যোগ করত। স্থানীয় শিল্পীদের যেমন- মামুন, নিপা জামান, কামরুজ্জামান বকুল, জহির টিপু, চন্দ্রা রায় আরো অনেকের অনুষ্ঠানকে সফল করার জন্য প্রাণপণ সাহায্য করে। শামীম সিদ্দিকী একজন বড় মাপের মানুষ এবং শিল্পী। আল্লাহ তাকে নেক হায়াৎ দান করুন। হাজার বছর ঘুরে ঘুরে আসুক এই শুভ জন্মদিনটি (২৯ নভেম্বর)।