নিউইয়র্কের রচেষ্টারে বাস দূর্ঘটনায় বাংলাদেশী নিহত
- প্রকাশের সময় : ০১:৩৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / ৯৭ বার পঠিত
হককথা রিপোর্ট: নিউইয়র্কের রচেষ্টারে বাস দূর্ঘটনায় এক বাংলাদেশী নিহত এবং অপর এক বাংলাদেশী সহ ২৮জন যাত্রী মারাত্মক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) আনুমানিক সকাল ৭টায় রচেস্টার এ ও- ৪৯০ তে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিউইয়র্ক সিটি থেকে বাফেলোগামী একটি যাত্রীবাহী বাস ড্রাইভার এর ক্লান্তি ও অতিরিক্ত স্পিড এর কারণে বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টায় রচেস্টার কাউন্টির ও-৪৯০ তে বাসটি উল্টে যায়। সদ্য যুক্তরাষ্ট্রে আসা তোফাজ্জল হোসেন (৩৮) মাথায় মারাত্মক আঘাতের কারণে রচেস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। নিহত তোফাজ্জল হোসেন বাফেলোর এমসলী স্ট্রীটে বসবাসরত বাংলাদেশী এমদাদুল হক লিমনের সহধর্মিনীর বড় ভাই। বাংলাদেশে তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
এদিকে এই দূর্ঘটনায় আহত সাব্বির মাহমুদ (উপরের ছবি) একই বাসে ছিলেন। তিনিও হাতে এবং পিঠে মারাত্মক ভাবে জখম হয়েছেন। সে নিহত তোফাজ্জল হোসেনের বন্ধু। এই বাস দুর্ঘটনায় ২৮ জন যাত্রী মারাত্মক আহত হয় বলে জানা গেছে। (ছবি: বাফেলো বাংলা)