বাফেলোতে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা
- প্রকাশের সময় : ০১:৫৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / ৮১ বার পঠিত
হককথা ডেস্ক: নিউইয়র্কের বাফেলোতে বাংলাদেশী বংশোদ্ভুত যুবক রওনক হক রতন (২০) কৃষ্ণাঙ্গের গুলিতে নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) বিকেলে বাফেলো শহরের নিকটবর্তী উপশহর চেকটোওয়াগাতে নিজ বাসা থেকে দুই বøক দুরে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তবে পুলিশ ঘাতককে এখনো গ্রেফতার করেনি। পুলিশ বলছে তাকে নজরদারীতে রাখা হয়েছে।
জানা যায়, রতন গাড়ী পার্ক করে দুই বন্ধুকে নিয়ে গল্প করছিলেন। এমন সময় কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি এসে রতনের গাড়ী সরাতে বলে। রতন সহ বন্ধুরা গাড়ী সরাতে অস্বীকৃতি জানিয়ে বলে ‘আমরাতো বৈধভাবে পার্ক করেছি। গাড়ী সরাবো কেন?’ একথা বলার পর তাদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে কৃষ্ণাঙ্গ ব্যক্তিটি বন্দুক বের করে রতনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় রতনকে নিকটবর্তী একটি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাফেলো পুলিশ ঘাতক ব্যক্তিকে গ্রেফতার করতে পারে নি।
উল্লেখ্য, রতনের জন্ম নিউইয়র্ক সিটির জামাইকায়। বাবা-মায়ের সাথে কয়েক বছর আগেই তারা বাফেলো শহরে চলে যায়। দুই ভাই ও এক বোনের মধ্যে রতন দ্বিতীয়। সে স্থানীয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাবার নাম আতাউর লিটন এবং তাদের দেশের বাড়ী বগুড় জেলার শিবগঞ্জে। তারা ২১ বছর নিউইয়র্কে বসবাস করার পর কয়েক বছর অগে বফেলো চলে যান। রতন জ্যামাইকা মুসলিম সেন্টার স্কুলের শিক্ষার্থী ছিলো।
এদিকে রতনের নামাজে জানাজা সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বাফেলো মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লী ও প্রবাসী বাংলাদেশী অংশ নেন। মঙ্গলবার তার মরদেহ বাফেলো হারলেম সিমিটারিতে দাফন করা হয় বলে জানা গেছে।