গাজায় ইসরাইলি আগ্রাসনের এক বছর : নিউইয়র্ক সহ দেশে দেশে বিক্ষোভ
- প্রকাশের সময় : ১১:৫৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
- / ১০৬ বার পঠিত
হককথা ডেস্ক: গাজা-ইসরায়েল যুদ্ধের এক বছর প‚র্তি হলো ৭ অক্টোবর, সোমবার। এই যুদ্ধ বন্ধ চান বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। তাই ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে নিউইয়র্ক থেকে শুরু করে প্যারিস, ইতালির রোমসহ নানা দেশের হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভে কোথাও কোথাও পুলিশ বাধা দিয়েছে, আবার কোথাও কোথাও শান্তিপ‚র্ণ বিক্ষোভ হয়েছে। আবার কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গাজা-ইসরায়েল যুদ্ধের এক বছর প‚র্তিতে যুদ্ধবন্ধের দাবীতে সোমবার হাজার হাজার ফিলিস্তিনপন্থী মানুষ নিউইয়র্ক সিটির ম্যানহাটানে বিক্ষোভ সমাবেশ করেছে। ওয়াক আউট করেছে কলেজ শিক্ষার্থীরা। এছাড়াও ওয়াশিংটন স্কয়ারেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ থেকে পুলিশ অন্তত ৬ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
এদিকে সোমবার সামরিক অভিযানের বর্ষপ‚র্তির একদিন আগেই বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে এই বিক্ষোভ মিছিল হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রের দ‚তাবাসের বাইরে জড়ো হন এবং ইসরাইলে অস্ত্র সরবরাহ না করার দাবি জানান। ফিলিপিন্সে কয়েক ডজন বামপন্থি কর্মী ম্যানিলায় যুক্তরাষ্ট্রের দ‚তাবাসের কাছে প্রতিবাদ জানায়। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে শত শত বাসিন্দা ‘ইসরাইল একটি বৈষম্য সৃষ্টিকারী রাষ্ট্র’, ‘আমরা সবাই ফিলিস্তিনি’ ইত্যাদি শ্লোগান দেয়। বাদ যায়নি জোহানেসবার্গ এবং ডারবানও। সেখানেও শনিবার ফিলিস্তিনপন্থি মিছিল করে। এদিকে গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার জবাবে ওইদিনই গাজায় বোমা হামলা চালানো শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এর কিছুদিনই পর শুরু হয় স্থল অভিযান; যা এখনও অব্যাহত আছে। এক বছর ধরে অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।