বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৪
দুই প্যানেলের প্রচারণা শুরু : চলছে সভা-সমাবেশ
- প্রকাশের সময় : ০৩:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ১৪২ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৭ অক্টোবর রোববার। সোসাইটির দ্বি-বার্ষিক (২০২৪-২০২৫) এই নির্বাচনে সোসাইটির ১৯টি পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে একজন প্রার্থী থাকায় ঐ পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় পুন: নির্বাচিত হয়েছেন রিজু মোহাম্মদ। এদিকে নির্বাচন ঘিরে প্রতিদ্ব›িদ্ব দুই প্যানেলে ‘সেলিম-আলী’ ও ‘রুহুল-জাহিদ’ প্যানেলের প্রার্থীদের প্রচারণা শুরু হয়েছে জোরেসোড়ে। চলছে সভা-সমাবেশ, পোষ্টারিং আর জনসংযোগের পাশাপাশি দোয়া আর ভোট প্রার্থনা। খবর ইউএনএ’র।
জানা গেছে, নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এলমহাস্ট, উডসাইড, সানিসাইড, ব্রæকলীনের ওজনপার্ক, চার্চ-ম্যাকডোনাল্ড, ফুলটন আর ব্রঙ্কসের পার্কচেষ্টার, স্টারলিং প্রভৃতি এলাকায় চলছে ‘সেলিম-আলী’ ও ‘রুহুল-জাহিদ’ প্যানেলের প্রার্থীদের প্রচারণা, সভা-সমাবেশ আর গণ সংযোগ। এসব প্রচারণা চলছে, ব্যক্তিগতভাবে কিংবা গ্রæপে গ্রæপে, আবার সমবেতভাবে। এসব এলাকার দেয়ালে দেয়ালে আর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শোভা পাচ্ছে প্রার্থীদের রং বে রং-এর পোষ্টার।
এদিকে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনার জন্য বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ-কে আহŸায়ক এবং কমিউনিটি অ্যাক্টিভিষ্ট, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম-কে সদস্য সচিব করে ইতিমধ্যেই একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
অপরদিকে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ-কে প্রধান উপদেষ্টা, বিয়ানীবাজার সামাজিক ও সাস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল-কে আহŸায়ক ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক জে মোল্লা সানী-কে সদস্য সচিব এবং কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আনোয়ারুল ইসলাম-কে প্রধান সমন্বয়কারী ‘রুহুল-জাহিদ’ প্যানেলের শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এবার সোসাইটির ভোটার সংখ্যা মোট ১৮ হাজার ৬১৩ জন। এদের মধ্যে সাধারণ ভোটার ১৭ হাজার ৭৫৯ এবং আজীবন সদস্য ৮৫৪ জন। এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো উল্লেখ্য, সোসাইটির সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি পুনরায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বপ্রাপ্ত হয়ছেন। ৭ সদস্যের কমিশনের অন্য সদস্যরা হলেন- আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন।