ঐক্যের আহবানে জেবিবিএ’র জমজমাট পথমেলা অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৩:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ১৩৩ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): ঐক্যের আহবানে আনুষ্ঠিত হলো বিভক্ত জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র জমজমাট পথমেলা। নতুন দৃষ্টান্ত সৃষ্টি হলো কমিউনিটিতে। দূর হলো জ্যাকসন হাইটসের বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যকার বিভেদ-দূরত্ব। একই মঞ্চে দাঁড়িয়ে ঐক্যের কথা বললেন জেবিএ’র নেতৃবৃন্দ। গত ১৪ সেপ্টেম্বর শনিবার জ্যাকসন হাইটসের ৭৩ রোডে (৭৭ স্ট্রীট ও ৭৫ স্ট্রীটের মাঝে)। বছরের শেষ মেলা হিসেবে এদিনের পরিণত হয়েছিল বাংলাদেশীদের মিলন মেলায়। বিপুল সংখ্যক বিদেশী ছাড়াও সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা দিনভর জেবিবিএ’র মেলা উপভোগ করেন। খবর ইউএনএ’র।
রং বে রং এর এক গুচ্ছু বেলুন উড়িয়ে পথমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেবিবিএ’র কর্মকর্তারা। মেলায় মূলধারার রাজনীতিকদের মধ্যে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, ষ্টেট অ্যাসেম্বলী মেম্বার জেনিফার রাজকুমার ও অ্যাসেম্বলী মেম্বার স্টিভেন রাগা।
মেলার বিভিন্ন পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলার টাইটেল স্পন্সর গোল্ডেন এজ হোমকেয়ারের কর্ণধার ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, জেবিবিএ’র একাংশের সভাপতি গিয়াস আহমেদ, ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ, জেবিবিএ’র সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, জেবিবিএ’র অপরাংশের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, আরেক অংশের সাধারণ সম্পাদক তারেক হাসান খান, খলিল ফুডসের কর্ণধার শেফ খলিলুর রহমান, রিয়েল এস্টেট ব্যবসায়ী সারোয়ার খান বাবু ও কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
কমিউনিটিতে অবদান রাখার জন্য মেলায় শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদকে সাইটেশন প্রদান করেন নিউইয়র্ক স্টেট অ্যাসেমম্বলীওম্যান জেনিফার রাজকুমার।
এদিকে আগামী ২৭ অক্টোবর রেববার অনুষ্ঠিতব্য বাংলাদেশ সোসইটি’র নির্বাচনকে কেন্দ্র করে জেবিবিএ’র পথ মেলায় নির্বাচনী হওয়া বিরাজ করে। মেলায় সরব ছিলেন প্রতিদ্ব›িদ্বতাকারী দুই প্যানেল ‘রুহুল-জাহিদ’ ও ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা। প্রার্থীরা মেলায় উপস্থিত থেকে ঘন্টার পর ঘন্টা ভোটারদের সাথে কুশলাদি বিনিময় এবং ভোট আর দোয়া কামনা করেন। মেলার উদ্যোক্তারা উভয় প্যানেলের প্রার্থীদের মঞ্চে নিয়ে পরিচয় করিয়ে দেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘সেলিম-আলী’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও ‘রুহুল-জাহিদ’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী।
মেলায় বসেছিল অর্ধ শতাধিক স্টল। এরমধ্যে ছিলো মুখরোচক খাবার, শাড়ী-কাপড়, ইমিটেশন গহনা আর ইন্স্যুরেন্স-মর্টগেজ প্রতিষ্ঠান সহ নানান স্টল। আয়োজন ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশ ও প্রবাসের শিল্পরা গান ও নৃত্য পরিবেশন করেন। শিল্পীদের পরিবেশনায় শত শত দর্শক-শ্রোতার উচ্ছ¡াসে প্রাণবন্ত হয়ে উঠে পুরো এলাকা। সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন ও নতুন প্রজন্মের প্রতীক হাসান এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, কৃষ্ণা তিথি, নীলিমা শশী, কামরুজ্জামান বকুল, ত্রিনিয়া হাসান, শাহ মাহবুব, রায়ান তাজ, শামীম সিদ্দিকী, আমানত হোসেন, অনিক রাজ প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও মেলায় ছিল ১০টি আকর্ষণীয় র্যাফেল ড্র, যার প্রতিটি পুরস্কার ছিল নগদ অর্থ, সব মিলিয়ে প্রায় ১৫ হাজার ডলার। প্রথম পুরস্কার ছিল নগদ পাঁচ হাজার ডলার। যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন রুহুল সরকার, সাদিয়া খোন্দকার ও সোনিয়া।
উল্লেখ্য, জেবিবিএ’র পথমেলা সফল করতে বিভক্ত জেবিবিএ’র দুই কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে বিশেষ করে বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ-কে চেয়ারম্যান, কামরুজ্জামান কামরুল-কে আহবায়ক ও তারেক হাসান খান-কে মেম্বার সেক্রেটারী করে একটি কমিটি গঠন করা হয়েছিলো। এই কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন সেলিম হারুন, সমন্বয়ক ছিলেন জেড আলম নমি, মনসুর চৌধুরী, মোল্লা মাসুদ ও মফিজুর রহমান।