নিউইয়র্ক ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নিউইয়র্ক সফর

সংবর্ধনা নাকি মতবিনিময় সভার আয়োজন? নামের তালিকার বহরে বিব্রত কনস্যুলেট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ২১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগকারী ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর ভারতে আশ্রয় নিয়েছেন। তার যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবীদ, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গেলো আগষ্ট মাসে তিনি দায়িত্ব নেয়ার পরপরই চলতি মাসে (সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ড. ইউনূস এবারের অধিবেশনে যোগ দিচ্ছেন। এই অধিবেশনে তিনি ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ঢাকার পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্রে ইমধ্যেই জানানো হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর রোববার তিনি নিউইয়র্কে আসবেন এবং ২৭ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ভাষণ দেবেন।
এদিকে ড. ইউনূসের নিউইয়র্ক আগমণ ঘিরে প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সরকারী ও বেসরকারী পর্যায়ে তাঁকে সংবর্ধিত করার উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের বাংলাদেশ মিশন-এর সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি বাংলাদেশ সোসাইটি ড. ইউনূসকে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দিতে চাচ্ছে। এজন্য সোসাইটির পক্ষ থেকে সকল উদ্যোগ নেয়া হয়েছে এবং ঢাকা থেকে অনুমতি পেলেই তারা সংবর্ধনার আয়োজন করবে বলে কর্মকর্তারা ইতিপূর্বে এক সাংবদিক সম্মেলনে জানিয়েছেন।
অপরদিকে প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ-এর ব্যানারে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একাধিক প্রস্তুতি ও মতবিনিময় সভাও হয়েছে।
কিন্তু প্রশ্ন উঠেছে ড. ইউনূস তার সংক্ষিপ্ত নিউইয়র্ক সফরে তিনি কি সংবর্ধিত হতে চান, নাকি সংবর্ধনা নিতে চান? আর তাঁর সম্মানে কনস্যুলেট বা বাংলাদেশ সোসাইটি বা প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ কি ধরণের অনুষ্ঠান করতে চান? অনুষ্ঠানটি কি সংবর্ধনা অনুষ্ঠান হবে নাকি মতবিনিময় হবে? তার কোন গাইড লাইন এখনো সুষ্পষ্টভাবে জানা যায়নি। এব্যাপারে কনস্যুলেটও ঢাকা থেকে কোন গাইড লাইন পায়নি। তবে কনস্যুলেট সহ বাংলাদেশ সোসাইটি ও প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ-এর পক্ষ থেকে ঢাকায় সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে ড. ইউনূসের নিউইয়র্ক আগমণ ঘিরে একটি অনুষ্ঠান হবে এটা নিশ্চিত জেনেই বিভিন্ন মহলের পক্ষ থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করা হচ্ছে। কনস্যুলেটে প্রধান কনসাল জেনারেল নাজমুল হুদাও জানিয়েছেন একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে অনুষ্ঠানটি কোন ধরণের হবে তা এখনো ঢাকা থেকে নিশ্চিত করা হয়নি। তবে তারা নির্দেশের অপেক্ষায় আছেন। কনস্যুলেটের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে জেনে প্রবাসের বিভিন্ন সংগঠন ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকেই কনস্যুলেটে যোগাযোগ করছেন। কনসাল জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থী সমাজের প্রতিনিধ দল। জানা গেছে, ড. ইউনূসের সংবর্ধনায় যোগ দেয়ার জন্য বিপুল সংখ্যক প্রবাসী তাদের নামের তালিকা জমা দিয়েছেন কনস্যুলেটে অফিসে। ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে বা ই-মেইলে এই তালিকা দেয়া হয়েছে। আর এই তলিকার বহর দেখে বিব্রতবোধ করছেন কনসাল জেনারেল নাজমুল হুদা।

 

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নিউইয়র্ক সফর

সংবর্ধনা নাকি মতবিনিময় সভার আয়োজন? নামের তালিকার বহরে বিব্রত কনস্যুলেট

প্রকাশের সময় : ০৩:৩৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বিশেষ প্রতিনিধি: ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগকারী ও দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর ভারতে আশ্রয় নিয়েছেন। তার যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবীদ, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গেলো আগষ্ট মাসে তিনি দায়িত্ব নেয়ার পরপরই চলতি মাসে (সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ড. ইউনূস এবারের অধিবেশনে যোগ দিচ্ছেন। এই অধিবেশনে তিনি ৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে ঢাকার পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্রে ইমধ্যেই জানানো হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর রোববার তিনি নিউইয়র্কে আসবেন এবং ২৭ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ভাষণ দেবেন।
এদিকে ড. ইউনূসের নিউইয়র্ক আগমণ ঘিরে প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সরকারী ও বেসরকারী পর্যায়ে তাঁকে সংবর্ধিত করার উদ্যোগ নেয়া হচ্ছে। এজন্য নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের বাংলাদেশ মিশন-এর সহযোগিতায় একটি অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি বাংলাদেশ সোসাইটি ড. ইউনূসকে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দিতে চাচ্ছে। এজন্য সোসাইটির পক্ষ থেকে সকল উদ্যোগ নেয়া হয়েছে এবং ঢাকা থেকে অনুমতি পেলেই তারা সংবর্ধনার আয়োজন করবে বলে কর্মকর্তারা ইতিপূর্বে এক সাংবদিক সম্মেলনে জানিয়েছেন।
অপরদিকে প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ-এর ব্যানারে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একাধিক প্রস্তুতি ও মতবিনিময় সভাও হয়েছে।
কিন্তু প্রশ্ন উঠেছে ড. ইউনূস তার সংক্ষিপ্ত নিউইয়র্ক সফরে তিনি কি সংবর্ধিত হতে চান, নাকি সংবর্ধনা নিতে চান? আর তাঁর সম্মানে কনস্যুলেট বা বাংলাদেশ সোসাইটি বা প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ কি ধরণের অনুষ্ঠান করতে চান? অনুষ্ঠানটি কি সংবর্ধনা অনুষ্ঠান হবে নাকি মতবিনিময় হবে? তার কোন গাইড লাইন এখনো সুষ্পষ্টভাবে জানা যায়নি। এব্যাপারে কনস্যুলেটও ঢাকা থেকে কোন গাইড লাইন পায়নি। তবে কনস্যুলেট সহ বাংলাদেশ সোসাইটি ও প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ-এর পক্ষ থেকে ঢাকায় সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে ড. ইউনূসের নিউইয়র্ক আগমণ ঘিরে একটি অনুষ্ঠান হবে এটা নিশ্চিত জেনেই বিভিন্ন মহলের পক্ষ থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে যোগাযোগ করা হচ্ছে। কনস্যুলেটে প্রধান কনসাল জেনারেল নাজমুল হুদাও জানিয়েছেন একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে অনুষ্ঠানটি কোন ধরণের হবে তা এখনো ঢাকা থেকে নিশ্চিত করা হয়নি। তবে তারা নির্দেশের অপেক্ষায় আছেন। কনস্যুলেটের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে জেনে প্রবাসের বিভিন্ন সংগঠন ছাড়াও ব্যক্তিগতভাবে অনেকেই কনস্যুলেটে যোগাযোগ করছেন। কনসাল জেনারেলের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশী-আমেরিকান শিক্ষার্থী সমাজের প্রতিনিধ দল। জানা গেছে, ড. ইউনূসের সংবর্ধনায় যোগ দেয়ার জন্য বিপুল সংখ্যক প্রবাসী তাদের নামের তালিকা জমা দিয়েছেন কনস্যুলেটে অফিসে। ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে বা ই-মেইলে এই তালিকা দেয়া হয়েছে। আর এই তলিকার বহর দেখে বিব্রতবোধ করছেন কনসাল জেনারেল নাজমুল হুদা।