নিউইয়র্ক ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে জাতিসংঘ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / ২০৬ বার পঠিত

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহায়তা করবে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো টেক্সিরার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে।

ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠানে ইউএনওডিসি প্রতিনিধিদের দুদকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে কমিশনের সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহায়তা চাওয়া হয়। পরে ইউএনওডিসি প্রতিনিধিরা পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে দুদককে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন দুদক কমিশনার মো. জহুরুল হক, মোছা. আছিয়া খাতুন, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও পরিচালক (মানি লন্ডারিং) গোলাম শাহরিয়ার চৌধুরী। ইউএনওডিসির অন্য প্রতিনিধিদের মধ্যে ছিলেন– গ্লোবাল মেরিন ক্রাইম প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার ফিলিপ রেমস, শাহ নাহিয়ান ও তাসনিম বিনতে করিম।

এর আগে গত বছরের ৩১ জুলাই এই প্রতিনিধিরা দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে কমিশনের কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা করবে জাতিসংঘ

প্রকাশের সময় : ১১:৫৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সহায়তা করবে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো টেক্সিরার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে।

ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠানে ইউএনওডিসি প্রতিনিধিদের দুদকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে কমিশনের সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে অর্থ পাচার রোধ ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সহায়তা চাওয়া হয়। পরে ইউএনওডিসি প্রতিনিধিরা পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে দুদককে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন দুদক কমিশনার মো. জহুরুল হক, মোছা. আছিয়া খাতুন, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও পরিচালক (মানি লন্ডারিং) গোলাম শাহরিয়ার চৌধুরী। ইউএনওডিসির অন্য প্রতিনিধিদের মধ্যে ছিলেন– গ্লোবাল মেরিন ক্রাইম প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার ফিলিপ রেমস, শাহ নাহিয়ান ও তাসনিম বিনতে করিম।

এর আগে গত বছরের ৩১ জুলাই এই প্রতিনিধিরা দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে কমিশনের কার্যক্রমে সহায়তার আশ্বাস দেন।