ফ্লোরিডায় বাংলাদেশী চিত্রল্পিীর ট্রাম্প বিরোধী চিত্রকর্ম নিয়ে তোলপাড়
- প্রকাশের সময় : ০৩:৪৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬
- / ৬৬০ বার পঠিত
ফ্লোরিডা: বাংলাদেশী এম. এ. কাশেম ফ্লোরিডা প্রবাসী একজন প্রথিতযশা চিত্রশিল্পী। দীর্ঘদিন ধরে বাস করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তার আঁকা একটি চিত্রকর্ম ভীষনভাবে সাড়া ফেলেছে ফ্লোরিডায় ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারী ক্লিনটন-এর নির্বাচনী ক্যাম্পেইনে। তোলপাড় তুলেছে পুরো এলাকাজুড়ে। ছবিটিতে দেখা যাচ্ছে হিটলার আশীর্বাদ জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আর রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে এবং ট্রাম্প তার বাঁ হাতে ধরে রেখেছে ‘কেকেকে’ প্রধানের মাথা। উল্লেখ্য, ফ্লোরিডায় হিলারী ক্লিনটনের ক্যাম্পেইন অফিস উক্ত চিত্রকর্মটি দিয়ে বিলবোর্ড বানিয়ে ফ্লোরিডা’র মিয়ামী এলাকায় তা প্রদর্শন করছে। সিলেট জেলার কৃতি সন্তান এম. এ. কাশেম ছাত্রাবস্থায় দেশে অবস্থানকালে নেতৃত্ব দিয়েছিলেন বহু রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে। সে সময় তার আঁকা ছবি দিয়ে নির্মিত হতো ব্যানার, ফেস্টুন।