নিউইয়র্ক ১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিজের ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে যা লিখলেন তারেক রহমান

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / ১২৫ বার পঠিত

ছবি: সংগৃহীত।

নিজের ব্যঙ্গাত্মক একটি কার্টুন ফেসবুকে শেয়ার করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১১ আগস্ট) ছবিটি নিজরে অফিসিয়াল ফেসবুক একাউন্টে পোষ্ট করেন তিনি। পোস্টে তিনি কার্টুনিস্টদের আবারো নির্ভয়ে কার্টুন আকার আহ্বান জানান।

তারেক রহমান লিখেন, ‘আমি গভীরভাবে আনন্দিত যে, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। যাই হোক, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। আরো অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দিয়েছেন।’

তারেক রহমান আরো লেখেন, ‘আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি, তিনি শিগগিরই আবার নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন।’ সূত্র: ভোরের কাগজ।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিজের ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করে যা লিখলেন তারেক রহমান

প্রকাশের সময় : ০২:৪৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

নিজের ব্যঙ্গাত্মক একটি কার্টুন ফেসবুকে শেয়ার করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১১ আগস্ট) ছবিটি নিজরে অফিসিয়াল ফেসবুক একাউন্টে পোষ্ট করেন তিনি। পোস্টে তিনি কার্টুনিস্টদের আবারো নির্ভয়ে কার্টুন আকার আহ্বান জানান।

তারেক রহমান লিখেন, ‘আমি গভীরভাবে আনন্দিত যে, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার করা হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা এবং আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। যাই হোক, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে। আরো অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দিয়েছেন।’

তারেক রহমান আরো লেখেন, ‘আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি, তিনি শিগগিরই আবার নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন।’ সূত্র: ভোরের কাগজ।