জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন-২০২৪
মইনুল-আসাদ প্যানেল সহ ২৭ জনের মনোনয়নপত্র দাখিল
- প্রকাশের সময় : ০৩:৩৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১২৩ বার পঠিত
শাহীন কামালী ও মইনুল ইসলাম নেতৃত্বাধীন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে সংগঠনের কার্যকরী পরিষদের ২৫টি পদের বিপরীতে ‘মইনুল-আসাদ’ প্যানেল সহ ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে রোববার (৪ আগষ্ট) বিকেলে নির্বাচন কমিশনের কাছে সংশ্লিস্টরা তাদের মনোনয়নপত্র জমা দেন। বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সভাপতি আব্দুল মান্নান ও এস্টোরিয়ার আল আমীন ইসলামিক সেন্টারের সভাপতি শাহাব উদ্দীন সহ এসময় প্রার্থী ও বৃহত্তর সিলেটের প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কমিশনের সদস্য মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ আমিনুল হক চুন্নু, মোবাশ্বির হোসেন চৌধুরী ও সৈয়দ শওকত আলীর উপস্থিতিতে প্রার্থীরা তাদের মনোননয়নপত্র জমা দেন। জানা গেছে, এদিন মইনুল ইসলাম ও আতাউল গণি আসাদের নেতৃত্বে ‘মইনুল-আসাদ’ প্যানেলের পক্ষে ২৫টি পদে মনোনয়নপত্র জমা দেয়া হয়। এই প্যানেলের বাইরে সভাপতি পদে মাসুক হোসেন ও কোষাধ্যক্ষ পদে ফজলুর রহমান মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়নপত্র জমাদানের সময় প্রায় ১৩ হাজার ডলারের মতো আয় হয়েছে বলে জানা গেছে।
‘মইনুল-আসাদ’ প্যানেলের প্রার্থীরা হচ্ছেন: সভাপতি- মইনুল ইসলাম, সহ সভাপতি- শাহ মিজানুর রহমান (সিলেট), মোহাম্মদ মনির উদ্দিন (সুনামগঞ্জ), মিজানুর রহমান চৌধুরী (হবিগঞ্জ) ও মোহাম্মদ এ খায়ের (মৌলভীবাজার), সহ সাধারণ সম্পাদক- হেলিম উদ্দিন, কোষাধ্যক্ষ- ময়নু জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক- আব্দুল চৌধুরী (উমেল), সাদস্যিক সম্পাদক- মোহাম্মদ শাহীনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মোহাম্মদ খলিলুর রহমান, দপ্তর সম্পাদক- লায়েছ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম কাদের, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- অধ্যক্ষ সিহাব উদ্দিন আহমেদ, তাসমিয়া চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক জয়নাল উদ্দিন লায়েক এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ বেলাল চৌধুরী (সিলেট), বদরুল উদ্দিন (সিলেট), মোহাম্মদ শাহীন কামালী (সুনামগঞ্জ), সৈয়দ এল মিয়া (সুনামগঞ্জ), জামাল হোসেন (হবিগঞ্জ), দেওয়ান মোতাচ্ছির (হবিগঞ্জ), মোহাম্মদ মাসুক মিয়া (মৌলভীবাজার) ও মোহাম্মদ নাসির উদ্দিন (মৌলভীবাজার)।