বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রুহুল-জাহিদ প্যানেল ঘোষণা
- প্রকাশের সময় : ১১:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
- / ১৩৮ বার পঠিত
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’র পর এবার ‘রুহুল-জাহিদ’ প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় আসছেন। গত ৩০ জুন সোসাইটির সদস্য নবায়ন কার্যক্রম শেষে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম ও সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীর নেতৃত্বে ‘সেলিম-আলী’ প্যানেল গঠনের ঘোষণা দেয়া হয় এবং পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার জন্য চলছে আলোচনা। পাশাপাশি জল্পনা-কল্পনা চলছিলো সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব মিয়া নাকি সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীর মধ্যে কে নির্বাচন করবেন। গত নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেল জয়লাভ করেছিলো। অবশেষে এই প্যানেলের নীতি-নির্ধারকদের বৈঠক শেষে আগামী নির্বাচন থেকে সভাপতি রব মিয়া দূরে থাকার সিদ্ধান্তের পর ‘রুহুল-জাহিদ’ প্যানেল চুড়ান্ত করা হলো। জাহিদ মিন্টু বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক এবং সোসাইটির বিগত নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের অন্যতম নীতি-নির্ধারক ছিলেন।
এদিকে সোসাইটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থী মোহাম্মদ আলী তার প্রতিদ্বন্দ্বী জাহিদ মিন্টুকে নির্বাচনে স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে।