ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই

- প্রকাশের সময় : ১২:৪৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
- / ১৫৭ বার পঠিত
ইউএনএ,নিউইয়র্ক : বাংলাদেশের স্বনামধন্য ও প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের পুত্র, বাংলা ব্যান্ডের কিংবদন্তি তারকা শাফিন আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বুধবার (২৪ জুলাই) ভার্জিনিয়া ষ্টেটের একটি হসপাতালে স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিট) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তার বয়স হয়েছিলো ৬৩ বছর। মৃত্যুকালে তিি স্ত্রী ও তিন সন্তান সহ বহু আত্নীয় স্বজন এবং ভক্ত ও গ্রণগ্রাহী রেখে গেছেন। দু’দিন আগে বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথেও একাত্মতা পোষণ করেছিলেন। খবর ইউএনএ’র।
শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বলে তার হামিন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শো’টা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না।’ হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে যুক্তরাষ্ট্র আসছেন হামিন। এরপর তার মরদেহ দেশে ফেরানো হবে।
এদিকে জনপ্রিয় ব্যান্ড শিল্পী শাফিন আহমেদের ইন্তেকালের খবরে নিউইয়র্ক সহ দেশ-বিদেশের বাঙালী সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই অনেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন- ‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন, দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজু আকন্দ, প্রবাসের জনপ্রিয় শিল্পী বিউটি দাস ও শো টাইম মিউজিক-এর কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ।
জানা যায়, শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারী। তার মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল সংগীত। এরপর বড় ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ডসংগীত শুরু করেন। দেশে ফিরে গড়ে তোলেন মাইলস। যা দেশের শীর্ষ ব্যান্ডের একটি এখনো। এই ব্যান্ডের ৯০ ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে। পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন। তবে গত কয়েক বছর তিনি মাইলস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে তোলেন। শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘আজ জন্মদিন তোমার’ ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি। শাফিন আহমেদ তাঁর বাবা কমল দাশগুপ্তের কিছু গান নিয়েও একক অ্যালবাম করেছিলেন। মাঝখানে কিছু দিন রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। একটি রাজনৈতিক দলের ব্যানারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হয়েও আলোচনা সৃষ্টি করেছেন।