বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি খোরশেদ আনোয়ারের ইন্তেকাল

- প্রকাশের সময় : ০১:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০২৪
- / ২৭৩ বার পঠিত
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ফার্মাসিস্ট খোরশেদ আনোয়ার ইন্তেকাল করেছেন। রোববার (২০ জুলাই) বেলা ১২ টার দিকে তিনি নিউইয়র্কের লং আইল্যান্ডের নর্থ শোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সোমবার বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং লং আইল্যান্ডে তার মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ডাক্তার কন্যা সহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। খবর ইউএনএ’র।
জানা গেছে, কুমিল্লার মুরাদ নগরের সন্তান, নিউইয়র্কের লং আইল্যান্ডের হাইড পার্ক এলাকায় বসবাসকারী খোরশেদ আনোয়ার ১৯৬৪ সালে মেট্রিক পাশ করেন। ১৯৭৫ সালে তিনি যুক্তরাষ্ট্র আগমন করেন। তার মৃত্যুতে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী সহ সোসাইটির সাবেক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।