যুক্তরাষ্ট্র জাপা’র উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ১২:০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
- / ২৬২ বার পঠিত
হাজী আব্দুর রহমান ও আবু তালেব চৌধুরী চান্দু নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৪ জুলাই রোববার সন্ধ্যা ৭ টায় সিটির ওজনপার্কের একটি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা ও সংগঠনের সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাপা’র প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গিয়াস মজুমদার, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি শফিউল আলম ও মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আউয়াল মুন্না, যুগ্ম প্রচার সম্পাদক মহিবুল আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল ওহাব, সদস্য আবিদুর রহমান প্রমুখ।
সভার শুরুতে হুসেইন মুহাম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ওজনপার্ক ইসলামিক সেন্টারের খতিব ও ইমাম মৌলানা মঈন উদ্দিন।
সভায় বক্তারা বলেন, ‘পল্লীবন্ধু’ এইচ এম এরশাদের জন্ম হয়েছিল বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। তিনি ৯ বৎসর শাসনে দেশের উন্নয়ন করেছেন। আজ ক্ষমতাসীন সরকার যে উন্নয়নের গান গাইছে, তার শুরু করেন পল্লীবন্ধু এরশাদ। বাংলাদেশে জুমার নামায পড়ার জন্য প্রতি শুক্রবার অফিস বন্ধ ঘোষনা করেন তিনি। এরশাদ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম আর সারা দেশের গ্রামে-গঞ্জে কাঁচা রাস্তা পাকা করেন। তার কথা ছিলো ‘৬৮ হাজার গ্রাম উন্নয়ন হলে, দেশ উন্নয়ন হবে’। সেই আদর্শ আমরা মনে প্রাণে ধারণ করে আগামী দিনের নতুন বাংলা গড়তে হবে।
বক্তারা বলেন, আজ দেশের মানুষ শান্তিতে নেই। কারণ ছাত্র সমাজ আজ ক্লাস বর্জন করে রাজপথে তাদের ন্যায্য দাবী নিয়ে আন্দোলন করছে। বাজারে দ্রব্যমূল্য উর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। পরিশেষে দোয়া ও মিলাদ শরীফের পর সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি।
















