নিউইয়র্ক ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইউর ড্রিম হোম কেয়ারের সৌজন্যে অনুষ্ঠিত হলো ‘ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট’

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • / ১৬১ বার পঠিত

জলি আহমেদ: বিদেশের মাটিতে প্রবাসীরা নানাভাবে ভূমিকা রেখে চলেছেন। বিশ্বব্যাপী নিজ দেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া ও খেলাধুলাতেও তাদের ভূমিকা কম নয়। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’।

নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকা ওজনপার্কে ‘ভিলেজ কাপ-২০২৪’নামে টুর্নামেন্টের আয়োজন করে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউএসএ। আনন্দঘন ও উত্তেজনাপূর্ণ এই ফুটবল ম্যাচে গ্র্যান্ড স্পন্সর ছিল ইউর ড্রিম হোম কেয়ার।

উল্লেখ্য, ইউর ড্রিম হোম কেয়ার বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে থাকে। বাঙালী তরুণদের উৎসাহ দিতে তাদের নানা কার্যক্রমেও সহযোগিতা করে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের ‘ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করে ইউর ড্রিম হোম কেয়ার।

ফুটবল ম্যাচটি উপভোগ করতে নিউইয়র্কের বিভিন্ন দূরদূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির দুই বারের নির্বাচিত সভাপতি ও তিনবারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ইউর ড্রিম হোম কেয়ারের কর্ণধার এম এ আজিজ। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আজিম সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বাংলদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদদক রেজাউল আলম অপু, ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রশিদ রানা ও দপ্তর সম্পাদক হাসান সোহাগ সহ কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এম এ আজিজ বলেন, খেলাধুলার মাধ্যমে পরস্পরের সম্পর্ক দৃঢ় হয়, শারিরীক তথা মানসিক সুস্থতার জন্য যুবসমাজের সৃজনশীলতা বিকাশের জন্য এমন আয়োজন অপরিহার্য! ওজনপার্কের সবচেয়ে পুরোনো বাঙালী আমি। বতমানে ওজনপার্কে অনেক বাঙালীর বসবাস। আজকে মনে হচ্ছে এটা যেন মিনি বাংলাদেশ। আমি আপনাদের বন্ধু, আপনাদেরই আপনজন। তিনি আরও বলেন, ‘ইউর ড্রিম হোম কেয়ার’ আপনাদের-ই সংগঠন। আমি সততার সঙ্গে বলছি যে, এই হোম কেয়ার করে নিজে চলার জন্য আসিনি। আমি এই ব্যবসায় আসছি কমিউনিটিকে সহযোগিতা করার জন্য। আপনাদের সঙ্গে আছি। ভবিষ্যতেও থাকবো।

ইউর ড্রিম হোম কেয়ারের ডিরেক্টর মোর্শেদ আহমেদ শিপন বলেন, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এমন একটি খেলা উপহার দেওয়ার জন্য। এখানে প্রচুর দর্শক এসেছেন খেলা উপভোগ করার জন্য। যারা বিদেশের মাটিতে এমন একটি খেলার আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই।

আনোয়ারুল আজিম সেলিম টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান এবং আগামীতে এমন আয়োজনের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজয়ী ‘ছোট দেশ’ দলকে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও খেলায় বিভিন্নভাবে অবদান রাখায় অন্যান্যেও মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইউর ড্রিম হোম কেয়ারের সৌজন্যে অনুষ্ঠিত হলো ‘ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট’

প্রকাশের সময় : ০২:৪৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

জলি আহমেদ: বিদেশের মাটিতে প্রবাসীরা নানাভাবে ভূমিকা রেখে চলেছেন। বিশ্বব্যাপী নিজ দেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া ও খেলাধুলাতেও তাদের ভূমিকা কম নয়। এরই ধারাবাহিকতায় নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’।

নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত এলাকা ওজনপার্কে ‘ভিলেজ কাপ-২০২৪’নামে টুর্নামেন্টের আয়োজন করে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউএসএ। আনন্দঘন ও উত্তেজনাপূর্ণ এই ফুটবল ম্যাচে গ্র্যান্ড স্পন্সর ছিল ইউর ড্রিম হোম কেয়ার।

উল্লেখ্য, ইউর ড্রিম হোম কেয়ার বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে থাকে। বাঙালী তরুণদের উৎসাহ দিতে তাদের নানা কার্যক্রমেও সহযোগিতা করে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের ‘ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করে ইউর ড্রিম হোম কেয়ার।

ফুটবল ম্যাচটি উপভোগ করতে নিউইয়র্কের বিভিন্ন দূরদূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির দুই বারের নির্বাচিত সভাপতি ও তিনবারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ইউর ড্রিম হোম কেয়ারের কর্ণধার এম এ আজিজ। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আজিম সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বাংলদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদদক রেজাউল আলম অপু, ও বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রশিদ রানা ও দপ্তর সম্পাদক হাসান সোহাগ সহ কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এম এ আজিজ বলেন, খেলাধুলার মাধ্যমে পরস্পরের সম্পর্ক দৃঢ় হয়, শারিরীক তথা মানসিক সুস্থতার জন্য যুবসমাজের সৃজনশীলতা বিকাশের জন্য এমন আয়োজন অপরিহার্য! ওজনপার্কের সবচেয়ে পুরোনো বাঙালী আমি। বতমানে ওজনপার্কে অনেক বাঙালীর বসবাস। আজকে মনে হচ্ছে এটা যেন মিনি বাংলাদেশ। আমি আপনাদের বন্ধু, আপনাদেরই আপনজন। তিনি আরও বলেন, ‘ইউর ড্রিম হোম কেয়ার’ আপনাদের-ই সংগঠন। আমি সততার সঙ্গে বলছি যে, এই হোম কেয়ার করে নিজে চলার জন্য আসিনি। আমি এই ব্যবসায় আসছি কমিউনিটিকে সহযোগিতা করার জন্য। আপনাদের সঙ্গে আছি। ভবিষ্যতেও থাকবো।

ইউর ড্রিম হোম কেয়ারের ডিরেক্টর মোর্শেদ আহমেদ শিপন বলেন, আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এমন একটি খেলা উপহার দেওয়ার জন্য। এখানে প্রচুর দর্শক এসেছেন খেলা উপভোগ করার জন্য। যারা বিদেশের মাটিতে এমন একটি খেলার আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই।

আনোয়ারুল আজিম সেলিম টুর্নামেন্ট আয়োজনকারীদের ধন্যবাদ জানান এবং আগামীতে এমন আয়োজনের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজয়ী ‘ছোট দেশ’ দলকে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়াও খেলায় বিভিন্নভাবে অবদান রাখায় অন্যান্যেও মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।