নিউইয়র্ক ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

শাহ নেওয়াজ, রিজু ও হায়দারের প্রতি ফ্রেন্ডস সোসাইটির সমর্থন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬
  • / ১২৯১ বার পঠিত

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু-আজম’ প্যানেলের তিন প্রার্থী যথাক্রমে সিনিয়র সহ সভাপতি শাহ নেওয়াজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু এবং সাহিত্য সম্পাদক পদপ্রার্থী শেখ হায়দার আলীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। সোসাইটির এক সভায় ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তা হিসেবে তাদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানানোর পাশাপাশি সোসাইটির নির্বাচনে তাদের জয়যুক্ত করতে যাবতীয় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, শাহ নেওয়াজ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা, রিজু মোহাম্মদ এই সংগঠনের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক, বর্তমানে কার্যকরী পরিষদ সদস্য এবং চলতি বছর ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী মেলা কমিটির সদস্য সচিব। এছাড়া শেখ হায়দার আলী ফ্রেন্ডস সোসাইটির অন্যতম সহ সভাপতি। তিনি জ্যামাইকা থিয়েটারেরও সভাপতি। খবর ইউএনএ’র।
JBFS Logoজ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবার রেষ্টুরেন্টে গত ৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী উল্লেখিত তিন প্রার্থী ছাড়াও সভায় ফ্রেন্ডস সোসাইটির উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা রেজাউল করিম চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি শেখ আনসার আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবীর হোসেন মুন্সী, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, ফ্রেন্ডস সোসাইটির তিন কর্মকর্তা যথাক্রমে শাহ নেওয়াজ, শেখ হায়দার আলী ও রিজু মোহাম্মদ এই সংগঠনের নিবেদিত প্রাণ। ফ্রেন্ডস সোসাইটির আজকের এই অবস্থানে তাদের অবদান অনস্বীকার্য। তাদের কাছে ফ্রেন্ডস সোসাইটি ঋনী। তাই বাংলাদেশ সোসাইটির নির্বাচনে তাদের নির্বাচিত করা ফ্রেন্ডস সোসাইটির দায়িত্ব-কর্তব্য। বক্তারা ফ্রেন্ডস সোসাইটির সকল কর্মকর্তা ও সদস্যদেরকে সংগঠনের তিন কর্মকতার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

শাহ নেওয়াজ, রিজু ও হায়দারের প্রতি ফ্রেন্ডস সোসাইটির সমর্থন

প্রকাশের সময় : ০৯:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু-আজম’ প্যানেলের তিন প্রার্থী যথাক্রমে সিনিয়র সহ সভাপতি শাহ নেওয়াজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু এবং সাহিত্য সম্পাদক পদপ্রার্থী শেখ হায়দার আলীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। সোসাইটির এক সভায় ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তা হিসেবে তাদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানানোর পাশাপাশি সোসাইটির নির্বাচনে তাদের জয়যুক্ত করতে যাবতীয় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, শাহ নেওয়াজ ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা, রিজু মোহাম্মদ এই সংগঠনের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদক, বর্তমানে কার্যকরী পরিষদ সদস্য এবং চলতি বছর ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত বৈশাখী মেলা কমিটির সদস্য সচিব। এছাড়া শেখ হায়দার আলী ফ্রেন্ডস সোসাইটির অন্যতম সহ সভাপতি। তিনি জ্যামাইকা থিয়েটারেরও সভাপতি। খবর ইউএনএ’র।
JBFS Logoজ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবার রেষ্টুরেন্টে গত ৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী উল্লেখিত তিন প্রার্থী ছাড়াও সভায় ফ্রেন্ডস সোসাইটির উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা রেজাউল করিম চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনির হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সহ সভাপতি শেখ আনসার আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কবীর হোসেন মুন্সী, কার্যকরী পরিষদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, ফ্রেন্ডস সোসাইটির তিন কর্মকর্তা যথাক্রমে শাহ নেওয়াজ, শেখ হায়দার আলী ও রিজু মোহাম্মদ এই সংগঠনের নিবেদিত প্রাণ। ফ্রেন্ডস সোসাইটির আজকের এই অবস্থানে তাদের অবদান অনস্বীকার্য। তাদের কাছে ফ্রেন্ডস সোসাইটি ঋনী। তাই বাংলাদেশ সোসাইটির নির্বাচনে তাদের নির্বাচিত করা ফ্রেন্ডস সোসাইটির দায়িত্ব-কর্তব্য। বক্তারা ফ্রেন্ডস সোসাইটির সকল কর্মকর্তা ও সদস্যদেরকে সংগঠনের তিন কর্মকতার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।