নিউইয়র্ক ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • / ২১২ বার পঠিত

ইউএনএ, নিউইয়র্ক : দেশ-বিদেশের সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আর সহমর্মিতা জানানোর পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে শনিবার (২৫ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়া মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উল্রেখ্য, গত ৩ মে ছিলো ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। ১৯৮৪ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন হয়ে আসছে। খবর ইউএনএ’র।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিতত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ফখরুল ইসলাম মাসুম। এরপর দিবসটি স্মরণে ক্লাব সদস্য চৌধুরী মোহাম্মদ কাজল লিখিত বিশেষ নিবন্ধ পাঠ করে শুনান ক্লাবের কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান।

সভায় আলোচনায় অংশ নেন ক্লাবের অন্যতম উপদেষ্টা মাইনুদ্দীন নাসের, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও আবু তাহের, ক্লাব সমদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনের সদস্য এবিএম সালেউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক মাহাথির ফারুকী, কার্যকরী সদস্য আবিদুর রহীম প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। সভায় বক্তারা দেশ-বিদেশের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দিনে দিনে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ব্যক্তি থেকে শুরু করে রাস্ট্রীয় পর্যায়েও নানাভাবে সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতাকে বাঁধাগ্রস্থ আর নিরুৎসাহিত করা হচ্ছে। সাংবাদিকতা আর সংবাদপত্র করপোরেট হাউজে আবদ্ধ হয়ে পড়ছে। এরপরও পেশাদার সাংবাদিকরা নানা প্রতিকূলতা উপক্ষো করে বিশ্ববাসীর বাক স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার আর আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করে চলেছেন। যা আশার কথা।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

প্রকাশের সময় : ০৭:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪

ইউএনএ, নিউইয়র্ক : দেশ-বিদেশের সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আর সহমর্মিতা জানানোর পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন করেছে। এ উপলক্ষ্যে শনিবার (২৫ মে) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়া মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উল্রেখ্য, গত ৩ মে ছিলো ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’। ১৯৮৪ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি উদযাপন হয়ে আসছে। খবর ইউএনএ’র।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিতত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা ফখরুল ইসলাম মাসুম। এরপর দিবসটি স্মরণে ক্লাব সদস্য চৌধুরী মোহাম্মদ কাজল লিখিত বিশেষ নিবন্ধ পাঠ করে শুনান ক্লাবের কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান।

সভায় আলোচনায় অংশ নেন ক্লাবের অন্যতম উপদেষ্টা মাইনুদ্দীন নাসের, সাবেক সভাপতি ডা. ওয়াজেদ এ খান ও আবু তাহের, ক্লাব সমদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনের সদস্য এবিএম সালেউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক মাহাথির ফারুকী, কার্যকরী সদস্য আবিদুর রহীম প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। সভায় বক্তারা দেশ-বিদেশের সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দিনে দিনে সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ব্যক্তি থেকে শুরু করে রাস্ট্রীয় পর্যায়েও নানাভাবে সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠু সাংবাদিকতাকে বাঁধাগ্রস্থ আর নিরুৎসাহিত করা হচ্ছে। সাংবাদিকতা আর সংবাদপত্র করপোরেট হাউজে আবদ্ধ হয়ে পড়ছে। এরপরও পেশাদার সাংবাদিকরা নানা প্রতিকূলতা উপক্ষো করে বিশ্ববাসীর বাক স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার আর আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করে চলেছেন। যা আশার কথা।