নিউইয়র্ক ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অবকাশ যাপনে ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রী : পুত্র জয়ের বাসায় সময় কাটছে একান্ত পারিবারিকভাবে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬
  • / ১২৮৬ বার পঠিত

নিউইয়র্ক: জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে পুত্র সজিব ওয়াজেদ জয়ের বাসায় অবকাশ জীবনযাপন করছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এদিকে ওয়াশিংটন টাইষ্টেট এলাকায় প্রধানমন্ত্রীর অবস্থানকে কেন্দ্র করে ওয়াশিংটন হয়ে উঠছে মিনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের শীর্ষস্থানীয় দলীয় নেতা-কর্মীরাও অবস্থান করছেন ওয়াশিংটনে। লক্ষ্য একটিই প্রাণপ্রিয় ও জনপ্রিয় নেত্রীর সাক্ষাৎ পাওয়া, একটু কথা বলা, সেই সাথে স্মৃতি হিসেবে একটি ছবি তোলা। কিন্তু এসবের কিছুই সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী সময় কাটাচ্ছেন একান্ত পারিবারিকভাবে। তিনি পারিবারিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় কারো সাক্ষাত মিলছে না। নিউইয়র্কে চারদিন অবস্থানকালে ব্যস্ততার কারণে হাতেগোনা কয়েকজন ছাড়া তেমন কারো সাথে সাক্ষাৎ দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার স্বাধীন বাংলাদেশের স্থপতি, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন। উৎসবমুখর পরিবেশে তাঁর জন্মদিন পালনের জন্য ওয়াশিংটনে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহযোগিতায় ট্রাইষ্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে ঐদিন স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হবে। এজন্য ৬৯ পাউন্ডের কেক অর্ডার দেয়া হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে দলীয় নেতা-কর্মীরা আশা প্রকাশ করছেন। এছাড়া বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হবে।
pm-hasina-long-picওয়াশিংটন ডিসি আর ভার্জিনিয়া থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক সফর শেষে ২২ সেপ্টেম্বর বৃহস্প্রতবার নিউইয়র্ক থেকে সন্ধ্যায় সড়ক পথে ভার্জিনিয়ায় পৌঁছান। সংশ্লিস্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অবস্থা শারীরকভাবে ভালো। তিনি একান্ত পারিবারিকভাবেই পুত্র জয়ের বাসায় নিয়মিত নামাজ আদায়, বিশ্রাম ছাড়াও নাতিনীসহ পরিবারের সদস্যদের সাথে সময় কাটাচ্ছেন। তবে পারিবারিক কর্মসূচী ছাড়া অন্য কোন কর্মসূচীতে তিনি যোগ দিচ্ছেন না। এর বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে সাক্ষাৎকার দিয়েছেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছেন আনিস আহমেদ। প্রধানমন্ত্রীর ভার্জিনিয়া সফরকে কেউ কেউ তাঁর অবকাশ যাপন হিসেবেই দেখছেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তাঁর সরকারের সকল খোঁজ-খবর রাখছেন নিজেই। তিনি জরুরী ফাইলেও স্বাক্ষর করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রমতে, ২৮ সেপ্টেম্বর প্রধান্মন্ত্রীর জন্মদিন হওয়ায় ঐদিন প্রথম প্রহরে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দিনগত মধ্যরাত ১২টা এক মিনিটে সজিব ওয়াজেদ জয়ের বাসায় পরিবারের সদস্যদের সাথে প্রধানমন্ত্রী কেক কাটবেন। দিনের বেলায় তিনি দলীয় নেতা-কর্মী আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একমাত্র পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের অনুরোধে জননেত্রী শেখ হাসিনা এবার জয়ের বাসায় জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাঁর দেশে ফেরার তারিখও পেছানো হয়েছে। আরো উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন-ভার্জিনিয়া ত্যাগ করার কথা। ৩০ সেপ্টেম্বর শুক্রবার তাঁর দেশে পৌঁছার কথা।
dr-siddiqkashemazadfarukshahanaপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও কার্যকরী পরিষদের প্রথম সদস্য শাহানারা রহমান। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা, মাসুদুর রহমান নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় বসবাসকারী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফজলুর রহমান ওয়াশিংটন অবস্থান করছেন। তাদের সাথে প্রধানমন্ত্রীর অবস্থান, তাঁর জন্মদিন পালন প্রভৃতি বিষয় তদারকি করছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।
ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ২৫ সেপ্টেম্বর রোববার রাতে জানান, দীর্ঘ প্রায় আট বছর পর নেত্রী ওয়াশিংটনে এসেছেন। তার আগমনে ট্রাইষ্টেট আওয়ামী লীগের নেতা-কর্মীরা খুশি-উৎফুল্ল। দলীয় নেতা-কর্মীরা নেত্রীর সাক্ষাত করতে চান। তারই প্রেক্ষিতে আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার নেত্রীর জন্মদিনের দিন তিনি শুধুমাত্র ওয়াশিংটন, ভার্জেনিয়া ও মেরিল্যান্ড তথা ট্রাইষ্টেট আওয়ামী লীগের তিন কমিটির নেতা-কর্মীদের সাথে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। তবে ঐদিন সালাম-শুভেচ্ছা বিনিময় ছাড়া অন্যকোন সুযোগ থাকবে না বলে। ঐদিন নেত্রীর অবস্থান স্থল ভার্জিনিয়ার রিজকাল্টন হোটেলে শান্তি সমাবেশেরও আয়োজন করছে মেট্রো ওয়াশিংটন, মেরিল্যান্ড ষ্টেট ও ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ। ঐদিন বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত এই সমাবেশের কর্মসূচী চলবে। সমাবেশের পর হোটেলে প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সাথে মিলিত হবে।
অপরদিকে বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্জিনিয়ায় অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিএনপি’র নেতা-কর্মীরা ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের বাসভবনে অবস্থান করছিলেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

অবকাশ যাপনে ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রী : পুত্র জয়ের বাসায় সময় কাটছে একান্ত পারিবারিকভাবে

প্রকাশের সময় : ০৬:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬

নিউইয়র্ক: জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে পুত্র সজিব ওয়াজেদ জয়ের বাসায় অবকাশ জীবনযাপন করছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এদিকে ওয়াশিংটন টাইষ্টেট এলাকায় প্রধানমন্ত্রীর অবস্থানকে কেন্দ্র করে ওয়াশিংটন হয়ে উঠছে মিনি বাংলাদেশ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের শীর্ষস্থানীয় দলীয় নেতা-কর্মীরাও অবস্থান করছেন ওয়াশিংটনে। লক্ষ্য একটিই প্রাণপ্রিয় ও জনপ্রিয় নেত্রীর সাক্ষাৎ পাওয়া, একটু কথা বলা, সেই সাথে স্মৃতি হিসেবে একটি ছবি তোলা। কিন্তু এসবের কিছুই সম্ভব হচ্ছে না। প্রধানমন্ত্রী সময় কাটাচ্ছেন একান্ত পারিবারিকভাবে। তিনি পারিবারিক কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় কারো সাক্ষাত মিলছে না। নিউইয়র্কে চারদিন অবস্থানকালে ব্যস্ততার কারণে হাতেগোনা কয়েকজন ছাড়া তেমন কারো সাথে সাক্ষাৎ দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার স্বাধীন বাংলাদেশের স্থপতি, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন। উৎসবমুখর পরিবেশে তাঁর জন্মদিন পালনের জন্য ওয়াশিংটনে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহযোগিতায় ট্রাইষ্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে ঐদিন স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হবে। এজন্য ৬৯ পাউন্ডের কেক অর্ডার দেয়া হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন বলে দলীয় নেতা-কর্মীরা আশা প্রকাশ করছেন। এছাড়া বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হবে।
pm-hasina-long-picওয়াশিংটন ডিসি আর ভার্জিনিয়া থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্ক সফর শেষে ২২ সেপ্টেম্বর বৃহস্প্রতবার নিউইয়র্ক থেকে সন্ধ্যায় সড়ক পথে ভার্জিনিয়ায় পৌঁছান। সংশ্লিস্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অবস্থা শারীরকভাবে ভালো। তিনি একান্ত পারিবারিকভাবেই পুত্র জয়ের বাসায় নিয়মিত নামাজ আদায়, বিশ্রাম ছাড়াও নাতিনীসহ পরিবারের সদস্যদের সাথে সময় কাটাচ্ছেন। তবে পারিবারিক কর্মসূচী ছাড়া অন্য কোন কর্মসূচীতে তিনি যোগ দিচ্ছেন না। এর বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে সাক্ষাৎকার দিয়েছেন। প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিয়েছেন আনিস আহমেদ। প্রধানমন্ত্রীর ভার্জিনিয়া সফরকে কেউ কেউ তাঁর অবকাশ যাপন হিসেবেই দেখছেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তাঁর সরকারের সকল খোঁজ-খবর রাখছেন নিজেই। তিনি জরুরী ফাইলেও স্বাক্ষর করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রমতে, ২৮ সেপ্টেম্বর প্রধান্মন্ত্রীর জন্মদিন হওয়ায় ঐদিন প্রথম প্রহরে অর্থাৎ ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার দিনগত মধ্যরাত ১২টা এক মিনিটে সজিব ওয়াজেদ জয়ের বাসায় পরিবারের সদস্যদের সাথে প্রধানমন্ত্রী কেক কাটবেন। দিনের বেলায় তিনি দলীয় নেতা-কর্মী আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একমাত্র পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের অনুরোধে জননেত্রী শেখ হাসিনা এবার জয়ের বাসায় জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাঁর দেশে ফেরার তারিখও পেছানো হয়েছে। আরো উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন-ভার্জিনিয়া ত্যাগ করার কথা। ৩০ সেপ্টেম্বর শুক্রবার তাঁর দেশে পৌঁছার কথা।
dr-siddiqkashemazadfarukshahanaপ্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও কার্যকরী পরিষদের প্রথম সদস্য শাহানারা রহমান। এছাড়াও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডা, মাসুদুর রহমান নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় বসবাসকারী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফজলুর রহমান ওয়াশিংটন অবস্থান করছেন। তাদের সাথে প্রধানমন্ত্রীর অবস্থান, তাঁর জন্মদিন পালন প্রভৃতি বিষয় তদারকি করছেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সভাপতি সাদেক খান, মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।
ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ২৫ সেপ্টেম্বর রোববার রাতে জানান, দীর্ঘ প্রায় আট বছর পর নেত্রী ওয়াশিংটনে এসেছেন। তার আগমনে ট্রাইষ্টেট আওয়ামী লীগের নেতা-কর্মীরা খুশি-উৎফুল্ল। দলীয় নেতা-কর্মীরা নেত্রীর সাক্ষাত করতে চান। তারই প্রেক্ষিতে আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার নেত্রীর জন্মদিনের দিন তিনি শুধুমাত্র ওয়াশিংটন, ভার্জেনিয়া ও মেরিল্যান্ড তথা ট্রাইষ্টেট আওয়ামী লীগের তিন কমিটির নেতা-কর্মীদের সাথে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। তবে ঐদিন সালাম-শুভেচ্ছা বিনিময় ছাড়া অন্যকোন সুযোগ থাকবে না বলে। ঐদিন নেত্রীর অবস্থান স্থল ভার্জিনিয়ার রিজকাল্টন হোটেলে শান্তি সমাবেশেরও আয়োজন করছে মেট্রো ওয়াশিংটন, মেরিল্যান্ড ষ্টেট ও ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ। ঐদিন বেলা একটা থেকে বেলা তিনটা পর্যন্ত এই সমাবেশের কর্মসূচী চলবে। সমাবেশের পর হোটেলে প্রধানমন্ত্রী দলীয় নেতা-কর্মীদের সাথে মিলিত হবে।
অপরদিকে বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্জিনিয়ায় অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে বিএনপি’র নেতা-কর্মীরা ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের বাসভবনে অবস্থান করছিলেন।