এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড’র ‘বাংলা ১৪৩১ সাল বর্ষবরণ’ অনুষ্ঠান শনি ও রোববার
- প্রকাশের সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ৯৪ বার পঠিত
হককথা রিপোর্ট: এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত ‘বাংলা ১৪৩১ সাল বর্ষবরণ’ উপলক্ষ্যে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রথম দিন ১৩ এপ্রিল শনিবার বিশ্বখ্যাত নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে আয়োজিত হবে ‘সহ¯্র কন্ঠে’ গান। দ্বিতীয় দিন ১৪ এপ্রিল রোববার অনুষ্ঠান হবে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। শুক্রবার (১২ এপ্রিল) রাতে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত জণাকীর্ণ এক সংবাদ সম্মেলনে বর্ষবরণ অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচী তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, শনিবার (১৩ এপ্রিল) বেলা ২ঃ৩০ মিনিটে ঐতিহাসিক টাইম স্কয়ারে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা বর্ণবরণ অনুষ্ঠান শুরু হবে। শোভাযাত্রার উদ্বোধনের মাধ্যেমে ‘বিগ আপেল’ খ্যাত মেগাসিটি নিউইয়র্কের মেয়র এরিক এডামস। শোভাযাত্র শেষে বেলা তিনটায় শুরু হবে সহ¯্র কন্ঠে গান। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম সহ আরও ১০টি দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। অংশ নেবে আমেরিকান শিল্পীরাও। পরিবেশন করা হবে ঐতিহাসিক যাত্রাপালা। এচাড়াও বিষেষ আকর্ষণ থাকবে নতুন প্রজন্মের শত শিশুর কন্ঠে গান।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড সভাপতি বিশ্বজিৎ সাহা। এছাড়াও অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, শুভেচ্ছাদূত নৃত্য শিল্পী লায়লা হাসান, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আইএফআইসি ব্যাংক-এ সিইও শাহ আলম, টাইটেল স্পন্সর গোল্ডেন হোমকেয়ার সার্ভিসেস এর প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, বাংলাদেশের জনপ্রিয় ফোক শিল্পী মমতাজ বেগম ও ভারতের পার্বতী দাস বাউল, সঙ্গীত শিক্ষক কাবেরী দাস, অনুষ্ঠানের থিমসং লিখেছেন সঙ্গীত শিল্পী ও আজকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, গীতিকার মেহফুজুর রহমান, গণসংগীত শিল্পী মহিতোষ তালুকদার তাপস, মিডিয়া স্পন্সর টিবিএন ২৪-এর বিজ্ঞাপন প্রধান এএফ মিসবাহউজ্জামান প্রমুখ। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের থিমসং প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে উল্লেখ্যযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, অভিনেত্রী লুৎফুন্নাহার লতা ও শিরিন বকুল, চিত্র নায়িকা প্রিয়ামণি, সঙ্গীত শিল্পী শশী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন।