প্রখ্যাত বাবা’র হাত ধরেই শুদ্ধ যাত্রা এই ঈদে

- প্রকাশের সময় : ১২:৩১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ৬৬ বার পঠিত
এবারের ঈদে রেকর্ডসংখ্যক ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে এসবই নির্বাচনী মনোনয়নের মতো অনেকটা। নির্বাচনের সময় ঘনিয়ে এলে অনেকে যেমন মনোনয়নপত্র উঠিয়ে নেন। তেমনি প্রতি ঈদের আগে এরকম একাধিক ছবির ঘোষণা এলেও শেষ অব্দি কেউ কেউ পিছিয়ে যাবেন। এরকমটাই হয়ে আসছে।
তবে এতকিছুর পরও ঈদটাই চলচ্চিত্রের সবচেয়ে বড় উত্সবের মৌসুম। দর্শকদেরও যেন সিনেমা হলের প্রতি সবচেয়ে বেশি টানটা এই সময়েই দেখা যায়। এবারের ঈদুল ফিতরে প্রায় এক ডজন ছবি মুক্তি পাবে বড়পর্দায়। তবে শেষমেশ সংখ্যাটা অর্ধেকে নেমে আসতে পারে বলে অনুমান করছেন সিনেবাসীরা। এর বাইরে টিভিপর্দায় থাকছে নতুন নাটক-টেলিফিল্মের জোয়ার। প্রায় ছয়শ’ নাটক প্রচার হবে বলে জানা গেছে।
এদিকে সিনেমা-টিভির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মও এখন প্রভাবশালী জায়গা করে নিয়েছে। দর্শক নতুন ওটিটি কনটেন্টের জন্য মুখিয়ে থাকে। এবারের ঈদে তাই একাধিক প্ল্যাটফর্মেই আসছে বিভিন্ন সিনেমা-সিরিজ। এর মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে হইচই-এর সিরিজ ‘রুমি’ ও চরকি’র সিনেমা ‘মনোগামী’। মজার ব্যাপার হলো, দুটি কনটেন্টের মূল তারকা চঞ্চল চৌধুরী। ফলে ঈদের ওটিটি অঙ্গনে তিনিই যেন তার প্রতিদ্বন্দ্বী।’
‘মনোগামী’ নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এটি চরকির মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের তৃতীয় সিনেমা। এতে চঞ্চলের সঙ্গে অভিনয় করেছেন গায়িকা জেফার। এটি জেফারের প্রথম ছবি। এছাড়া চঞ্চলের পুত্র শুদ্ধকেও দেখা যাবে ছবিটিতে। চাঁদরাতে অর্থাত্ ঈদের আগের রাতেই ছবিটি মুক্তি পাবে।
এই ছবি নিয়ে চঞ্চলের বক্তব্য এরকম, ‘মনোগামী’র চিত্রনাট্য পড়ার পর রাত একটা-দেড়টার দিকে আমি ফারুকী ভাইকে একটা মেসেজ দিয়েছিলাম যে—আপনার জীবনের সমস্ত ঘটনা এভাবে লিখে দিলেন! আর সেখানে আমাকে দাঁড় করিয়ে দিলেন! এই গল্পের মধ্যে জীবন, বাস্তবতা, লুকোচুরি, যাই বলেন না কেন; যে কথাগুলো আমরা আসলে স্বীকার করি না, সেইসব বিষয় আছে। আবার এর সঙ্গে আনন্দ, টুইস্টও আছে।’
অন্যদিকে ‘রুমি’ বানিয়েছেন ভিকি জাহেদ। এই প্রথম চঞ্চলকে নিয়ে কোনো প্রজেক্ট নির্মাণ করলেন তিনি। ফলে দুজনের ভক্তরাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কাজটি দেখার জন্য। তাই বলা যায় চঞ্চলের সাথেই যেন চঞ্চলের একটা প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে প্রখ্যাত এই অভিনেতার সাথে তার সুপুত্র শুদ্ধও এবারে অভিনয়ে এসেছেন। গণমাধ্যমে শুদ্ধ কথা বললেন অভিনেতা হিসেবে বাবার সাথে দাঁড়িয়ে। বললেন, ‘আমাকে শুটিংয়ের আগের দিন বাবা জানাল যে, আগামীকাল আমার শুটিং আছে।’ এর আগে শুদ্ধ সোশ্যাল হ্যান্ডেলে বাবার সাথে বিভিন্ন অনুসঙ্গে থেকে প্রশংসা কুড়িয়েছেন। তা কখনো গান বা কথপোকথন। কিন্তু এবার একেবারেই পেশাদার প্ল্যাটফর্মেই যাত্রা শুরু হলো ছেলে শুদ্ধ’র।
চঞ্চল চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জন্য খুবই ইমোশনাল। কারণ এই ঈদেই দু’টি গুরুত্বপূর্ণ কাজে শুদ্ধ আমার সাথে কাজ করেছে। একটি বৃন্দাবন দাসের নাটক ‘ইতি তোমার আমি’। যেখানে আমার নাট্যগুরু মামুনুর রশীদের সাথে অভিনয় করেছে। আরেকটি মোস্তফা সরয়ার ফারুকী’র মনোগামী। ফারুকী ভাই—যার কাজের মাধ্যমে আমার শোবিজ ক্যারিয়ারের টার্নিং বলতে পারি। তাই দুই গুণী মানুষের সাথেই কাজ করার একটা অভিজ্ঞতা হলো শুদ্ধ’র। এখন ছেলের অভিনয় নিয়ে আমি কিছু বলতে পারব না। দর্শকেরাই বলুক। শুদ্ধর জন্য যেটা প্রয়োজন—তা হলো আপনাদের অফুরন্ত আশীর্বাদ। সেটাই প্রত্যাশা করব।’ সূত্র : দৈনিক ইত্তেফাক।