প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর : প্রতিবাদ জানানোর প্রস্তুতি বিএনপি’র
- প্রকাশের সময় : ০৮:৩৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০১৬
- / ৬২৯ বার পঠিত
নিউইয়র্ক: জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের সময় প্রতিবাদ জানাবে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা। এজন্য প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। উল্লেখ্য, লন্ডন-কানাডা হয়ে প্রধানমন্ত্রী ১৮ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসছেন। ২১ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘে তার ভাষণ দেয়ার কথা।
যুক্তরাষ্ট্র বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, দলের কমিটি না থাকায় বিভক্ত দলীয় নেতা-কর্মীরা নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র বিএনপি ছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ব্যানারেও দলীয় নেতা-কর্মীরা অংশ নেবেন। সূত্র মতে, জাতিসংঘ ভবনের সামনে ছাড়াও ‘যেখানেই প্রধানমন্ত্রী সেখানেই’ প্রতিবাদ কর্মসূচী পালনের প্রস্তুতি চলছে। খবর ইউএনএ’র।
জানা গেছে, অতি সম্প্রতি স্বাধীনতার ঘোষক, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘স্বাধীনতা পদক’ মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সরানো, জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র, দলীয় নেতা-কর্মীদের উপর নিপীড়ন-নির্যাতন, হত্যা-গুম, খুন, হামলা-মামলার প্রতিবাদ জানানো হবে দলীয় প্রতিবাদ সমাবেশ থেকে।
নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র একাংশের সভাপতি পারভেজ সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মতিউর রহমান লিটু শুক্রবার রাতে জানিয়েছেন ‘সেখানেই শেখ হাসিনা, সেখানেই প্রতিবাদ’ কর্মসূচী পালন করবেন দলীয় নেতা কর্মীরা। এজন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচী সফল করতে তারা দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।