নাসরিন স্পোর্টিংয়ে খেলবেন সাবিনা

- প্রকাশের সময় : ০২:৩৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৫৭ বার পঠিত
কয়েক দফা পেছানোর পর আজ শেষ হচ্ছে এবিজি বসুন্ধরা নারী ফুটবল লিগের দলবদল। জাতীয় দলের ফুটবলাররা শুরুতে দল না পেলেও শেষে এসেছে খুঁজে পেয়েছেন ঠিকানা। জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ দুই মিডফিল্ডার মারিয়া মান্দা ও মনিকা চাকমা নাম লিখিয়েছেন নাসরিন স্পোর্টিং ক্লাবে। তাদের দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে নাসরিন স্পোর্টিং ক্লাবের এক কর্মকর্তা।
এছাড়া জাতীয় দলের আরো কয়েকজনকে দলে নেওয়া চূড়ান্ত না করলেও নাম প্রকাশ করতে চায়নি ক্লাবটি। আজ আনুষ্ঠানিক দলবদল শেষেই তা জানা যাবে। আট দলের এই লিগে এখন পর্যন্ত মাত্র দুটি দল দলবদল সেরেছে; সিরাজ স্মৃতি সংসদ ক্লাব ও সদ্য পুস্করনী যুব স্পোর্টিং ক্লাব। বাকি ছয় দল আজ দলবদল সম্পন্ন করবে।
এবারের আসরে ৯টি দল অংশ নেয়ার কথা থাকলেও দল গড়ছে না বাংলাদেশ সেনাবাহিনী। দলটির অধিকাংশ খেলোয়াড় প্রশিক্ষণে যাওয়ায় লিগে অংশ নিচ্ছে না। লিগ শুরুর তারিখ এখনো বাফুফে না জানালেও ঈদের পরপরই মাঠে গড়ানোর কথা রয়েছে। সূত্র : কালের কণ্ঠ।