নিউইয়র্ক ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিলামে ‘পবিত্র’ লেবু, দাম উঠেছে আড়াই লাখ টাকা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
  • / ৭৮ বার পঠিত

লেবুর শরবত পান করে সন্তানের মা হওয়া যায়। বন্ধ্যত্ব ঘোচে। এমনটা বিশ্বাস করেন তামিলনাড়ুর ভিল্লুপুরম অঞ্চলের বাসিন্দারা। তারা মনে করেন সেখানে বিশেষ পূজায় ব্যবহৃত ওই লেবু দিয়ে শরবত তৈরি করে খেলেই নাকি বন্ধ্যত্ব ঘোচে। বন্ধ্য নারীরা সন্তানের মুখ দেখেন। এমন প্রচারণা ছড়িয়ে পড়ে বাতাসের আগে। ফাগুনি উথিরাম উপলক্ষে টানা নয়দিন বিশেষ পূজার আয়োজন করেছিলেন ভিল্লুপুরম মন্দিরের পুরোহিতরা। সেখানকার এক গ্রামবাসী বলেন, এই মন্দির পবিত্র লেবুর জন্যই বিখ্যাত। এই বিশেষ লেবুতে ভগবানের আশীর্বাদ থাকে। আমরা বিশ্বাস করি এই লেবুগুলোর বিশেষ ক্ষমতা রয়েছে।

পুরোহিতরা নিজেরাই এই লেবুর নিলামের ব্যবস্থা করেন। নিঃসন্তান দম্পতিরা লেবু পাওয়ার আশায় ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। নিলামে সংগৃহীত অর্থ দিয়ে তৈরি প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ফাগুনি উথিরাম উপলক্ষে প্রতি নয়দিন একটি একটি করে লেবু ভগবানকে উৎসর্গ করা হয়। নবম দিনের শেষে লেবুগুলোর নিলাম শুরু হয়। শেষ দিনে ভগবানকে উৎসর্গ করা লেবুটির দাম উঠেছে প্রায় ৫০ হাজার ৫০০ টাকা। কুলাথুর গ্রামের এক নিঃসন্তান দম্পতি সেই লেবুটি কিনেছেন। লেবুটি পাওয়ার পর সেই দম্পতি পুণ্যস্নান করেন। সব মিলিয়ে নয়দিনের লেবুর দাম উঠেছে দুই লাখ ৩০ হাজার টাকা। দীর্ঘদিন ধরে এই প্রথা চলছে এই মন্দিরে। সূত্র : মানবজমিন।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিলামে ‘পবিত্র’ লেবু, দাম উঠেছে আড়াই লাখ টাকা

প্রকাশের সময় : ১১:৫৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

লেবুর শরবত পান করে সন্তানের মা হওয়া যায়। বন্ধ্যত্ব ঘোচে। এমনটা বিশ্বাস করেন তামিলনাড়ুর ভিল্লুপুরম অঞ্চলের বাসিন্দারা। তারা মনে করেন সেখানে বিশেষ পূজায় ব্যবহৃত ওই লেবু দিয়ে শরবত তৈরি করে খেলেই নাকি বন্ধ্যত্ব ঘোচে। বন্ধ্য নারীরা সন্তানের মুখ দেখেন। এমন প্রচারণা ছড়িয়ে পড়ে বাতাসের আগে। ফাগুনি উথিরাম উপলক্ষে টানা নয়দিন বিশেষ পূজার আয়োজন করেছিলেন ভিল্লুপুরম মন্দিরের পুরোহিতরা। সেখানকার এক গ্রামবাসী বলেন, এই মন্দির পবিত্র লেবুর জন্যই বিখ্যাত। এই বিশেষ লেবুতে ভগবানের আশীর্বাদ থাকে। আমরা বিশ্বাস করি এই লেবুগুলোর বিশেষ ক্ষমতা রয়েছে।

পুরোহিতরা নিজেরাই এই লেবুর নিলামের ব্যবস্থা করেন। নিঃসন্তান দম্পতিরা লেবু পাওয়ার আশায় ভিড় জমান মন্দির প্রাঙ্গণে। নিলামে সংগৃহীত অর্থ দিয়ে তৈরি প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। ফাগুনি উথিরাম উপলক্ষে প্রতি নয়দিন একটি একটি করে লেবু ভগবানকে উৎসর্গ করা হয়। নবম দিনের শেষে লেবুগুলোর নিলাম শুরু হয়। শেষ দিনে ভগবানকে উৎসর্গ করা লেবুটির দাম উঠেছে প্রায় ৫০ হাজার ৫০০ টাকা। কুলাথুর গ্রামের এক নিঃসন্তান দম্পতি সেই লেবুটি কিনেছেন। লেবুটি পাওয়ার পর সেই দম্পতি পুণ্যস্নান করেন। সব মিলিয়ে নয়দিনের লেবুর দাম উঠেছে দুই লাখ ৩০ হাজার টাকা। দীর্ঘদিন ধরে এই প্রথা চলছে এই মন্দিরে। সূত্র : মানবজমিন।