নিউইয়র্ক ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেসি ও দি মারিয়াকে স্কালোনি দিলেন নিশ্চয়তা, আর বাকিদের বার্তা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / ৭৬ বার পঠিত

কোপা আমেরিকা মাঠে গড়াতে খুব বেশি সময় বাকি নেই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদর ও কোস্টারিকাকে হারানোর পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাই দলে কে কে থাকছেন তা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। প্রায় আড়াই মাস বাকি থাকলেও স্কোয়াডে যে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া থাকছেন তা আগেই জানিয়ে দিলেন স্কালোনি। কিন্তু বাকিদের কারো জায়গা যে নিশ্চিত নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন এই কোচ। স্কোয়াডে জায়গা করে নিতে সেরা ছন্দেই থাকতে হবে, তা-ই বুঝিয়ে দিয়েছেন স্কালোনি।

লিওনেল মেসিকে ছাড়াই এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকাকে হারিয়েছে ৩-১ গোলে। দলের সেরা তারকাকে ছাড়া এমন জয়ের পর স্বাভাবিকভাবেই সন্তুষ্ট স্কালোনি, ‘এই ট্যুর আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই।

দ্বিতীয় ম্যাচে (কোস্টারিকা) এটা আরো ভালোভাবে সাহায্য করেছে। একটি ভারসাম্যপূর্ণ দল দেখেছি, কারণ কঠিন সময়ে তারা ম্যাচে ফিরে এসেছে। আমি খুশি এই পারফরম্যান্সে।’ আর্জেন্টিনার জার্সিতে আজ কোস্টারিকার বিপক্ষে অভিষেক হয়েছে গোলরক্ষক ওয়ার্ল্টার বেনিতেজের।

তাঁর কথা বলতে গিয়েই কোপা আমেরিকার স্কোয়াড নিয়ে স্কালোনি বলেছেন, ‘সম্ভাবনা আছে (বেনিতেজের কোপার স্কোয়াডে থাকা নিয়ে), বিশ্ব ফুটবলে কোনো কিছুই আগেভাগে জানা যায় না। আজ সে এখানে আছে কিন্তু আমি কারোরই নিশ্চয়তা দিতে পারি না। শুধু একজন ছাড়া, যে এখানে নেই। আপনারা জানেন সে কে (মেসি)। বাকিদের বাছাই করেই দলে নেওয়া হবে। আর হ্যাঁ, ফিদেও (দি মারিয়া) থাকবে…তার থাকা নিশ্চিত।’

দলের পারফরম্যান্সের সঙ্গে মিডফিল্ডারদের নিয়ে বাড়তি সন্তুষ্টি আছে স্কালোনির, ‘দলে ভালো মানের মিডফিল্ডার আছে। এজেকিয়েল (প্যালাসিওস) এই সফরে আসেনি। গিদো (রদ্রিগেজ) আপাতত বাইরে। থিয়াগো আলমাদা অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আছে। কারো অভাব থাকলে তা ঘুচিয়ে দেওয়া হয়েছে। কারো পারফরম্যান্স খারাপ হলে আরেকজন খেলবে।’ সূত্র : কালের কণ্ঠ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেসি ও দি মারিয়াকে স্কালোনি দিলেন নিশ্চয়তা, আর বাকিদের বার্তা

প্রকাশের সময় : ১২:২৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কোপা আমেরিকা মাঠে গড়াতে খুব বেশি সময় বাকি নেই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এল সালভাদর ও কোস্টারিকাকে হারানোর পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তাই দলে কে কে থাকছেন তা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। প্রায় আড়াই মাস বাকি থাকলেও স্কোয়াডে যে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়া থাকছেন তা আগেই জানিয়ে দিলেন স্কালোনি। কিন্তু বাকিদের কারো জায়গা যে নিশ্চিত নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন এই কোচ। স্কোয়াডে জায়গা করে নিতে সেরা ছন্দেই থাকতে হবে, তা-ই বুঝিয়ে দিয়েছেন স্কালোনি।

লিওনেল মেসিকে ছাড়াই এল সালভাদরকে ৩-০ এবং কোস্টারিকাকে হারিয়েছে ৩-১ গোলে। দলের সেরা তারকাকে ছাড়া এমন জয়ের পর স্বাভাবিকভাবেই সন্তুষ্ট স্কালোনি, ‘এই ট্যুর আমরা ভালোভাবে শেষ করতে পেরেছি। সহজ প্রতিপক্ষ বলে কেউ নেই।

দ্বিতীয় ম্যাচে (কোস্টারিকা) এটা আরো ভালোভাবে সাহায্য করেছে। একটি ভারসাম্যপূর্ণ দল দেখেছি, কারণ কঠিন সময়ে তারা ম্যাচে ফিরে এসেছে। আমি খুশি এই পারফরম্যান্সে।’ আর্জেন্টিনার জার্সিতে আজ কোস্টারিকার বিপক্ষে অভিষেক হয়েছে গোলরক্ষক ওয়ার্ল্টার বেনিতেজের।

তাঁর কথা বলতে গিয়েই কোপা আমেরিকার স্কোয়াড নিয়ে স্কালোনি বলেছেন, ‘সম্ভাবনা আছে (বেনিতেজের কোপার স্কোয়াডে থাকা নিয়ে), বিশ্ব ফুটবলে কোনো কিছুই আগেভাগে জানা যায় না। আজ সে এখানে আছে কিন্তু আমি কারোরই নিশ্চয়তা দিতে পারি না। শুধু একজন ছাড়া, যে এখানে নেই। আপনারা জানেন সে কে (মেসি)। বাকিদের বাছাই করেই দলে নেওয়া হবে। আর হ্যাঁ, ফিদেও (দি মারিয়া) থাকবে…তার থাকা নিশ্চিত।’

দলের পারফরম্যান্সের সঙ্গে মিডফিল্ডারদের নিয়ে বাড়তি সন্তুষ্টি আছে স্কালোনির, ‘দলে ভালো মানের মিডফিল্ডার আছে। এজেকিয়েল (প্যালাসিওস) এই সফরে আসেনি। গিদো (রদ্রিগেজ) আপাতত বাইরে। থিয়াগো আলমাদা অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আছে। কারো অভাব থাকলে তা ঘুচিয়ে দেওয়া হয়েছে। কারো পারফরম্যান্স খারাপ হলে আরেকজন খেলবে।’ সূত্র : কালের কণ্ঠ।