রোববারের ফাইনালে উঠলো ব্রঙ্কস ইউনাইটেড ও জ্যাকসন হাইটস ক্লাব
- প্রকাশের সময় : ০৯:২২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬
- / ৮২৫ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় টুর্নামেন্ট-২০১৬’-এর ফাইনালে উঠেছে ব্রঙ্কস ইউনাইটেড ও জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব। সিটির এলমহার্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে ২৮ আগষ্ট রোববার বিকেলে টুর্নামেন্টের সেমি ফাইনাল দু’টি অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব ২-১ গোলে শক্তিশালী আইসাব-কে পরাজিত করে ফাইনালে উঠে। দফায় দফায় আক্রমন, পাল্টা আক্রমন আর উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধে জ্যাকসন হাইটস ক্লাব ২-০ গোলে এগিয়ে থাকে। খেলার এই অর্ধে ৭মিনিটের মাথায় সংঘবদ্ধ আক্রমণ থেকে আহসান প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। খেলার ১৪ মিনিটের সময় অপর একটি সংঘবদ্ধ আক্রমণ থেকে মতিউর দলের পক্ষে দ্বিতীয় গোল করেন (২-০)। এরপরও গোল দেয়ার জন্য জ্যাকন হাইটস ক্লাব আর গোল পরিশোধের জন্য আইসাব মরিয়া হয়ে উঠে। জমে উঠে খেলাটি। কিন্তু শেষ পর্যন্ত প্রথমার্ধ ২-০ গোলেই শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল পুনরায় সর্বশক্তি নিয়ে মাঠে নামে এবং আক্রমন পাল্টা আক্রমন চলতে থাকে। এই অর্ধের ২৮ মিনিটের সময় একটি ফাউল থেকে জ্যাকসন হাইটস ক্লাবের বিরুদ্ধে আইসাব পেনাল্টি লাভ করে এবং এই পেনাল্টি কিক থেকে একটি গোল পরিশোধ করে (২-১)। আইসাব-এর পক্ষে আবু পেনাল্টি কিকটি করেন। এরপর আর কোন দলই গোল করতে পারেনি। ফলে খেলায় জ্যাকসন হাইটস ক্লাব ২-১ গোলে জয়ী হয়। খেলায় উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
প্রথম সেমিফাইনালের খেলায় আইসাব-এর পক্ষে ঢাকার মাঠের কৃতি খেলোয়ার বখতিয়ার ছাড়াও কানাডা থেকে আগত আরো তিনজন যথাক্রমে আবু, শাকিল ও রুবেল মাঠে খেলতে দেখথা যায়। এদিকে অপেক্ষাকৃত শক্তিশালী আইসাব-এর বিরুদ্ধে জয়ের মধ্য দিয়ে জ্যাকসন হাইটস ক্লাব প্রথমবারের মতো টুর্নামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করলো। খেলায় জয়ের পর দলটির খেলোয়ার, কর্মকর্তা ও সমর্থকরা মাঠে আনন্দ উল্লাসে মেতে উঠেন। খবর ইউএনএ’র।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে এবারের লীগ ও টুর্নামেন্টের শক্তিশালী দল ও ছয় বারের চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেড ১-০ গোলে অপর শক্তিশালী দল ওজনপার্ক এফসি-কে পরাজিত করে ফাইনালে উঠে। বিজয়ী দলের পক্ষে নূর একমাত্র গোলটি করেন। খেলার প্রথমার্ধের ২৮ মিনিটের সময় নূর চমৎকার শটে দলের পক্ষে গোলটি করেন (১-০)। এই গোলের স্বাদ মিটতে না মিটতেই ব্রঙ্কসের বিরুদ্ধে পেনাল্টি কিক লাভ করে ওজনপার্ক এফসি। দলের পক্ষে আশরাফ পেনাল্টি কিকটি করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার বাকী সময়ে উভয় দল আর কোন গোল করতে পারেনি। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করে।
দ্বিতীয় সেমিফাইনালের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড এবং ওজনপার্ক এফসি’র পক্ষে ৫জন করে মোট ১০জন লন্ডনী বাংলাদেশী খেলোয়ার অংশ নেয়। উভয় খেলার শুরুতে স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তারা খেলোয়ারী সুলভ মনোভাব নিয়ে সেমিফাইনাল দু’টি সম্পন্ন করার জন্য সকল দলের খেলোয়ারদের প্রতি আহ্বান জানান। এসময় স্থানীয় ও বিদেশী খেলোয়ারদের পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় স্পোর্টস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী, সভাপতি মহিউদ্দিন দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। এই পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল। এসময় স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা ছদরুন নূর, জুনেদ চৌধুরী সহ উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে আব্দুল হাসিব হাসনু, আনোয়ার হোসেন, জুয়েল আহমেদ, সায়েকুল ইসলাম, তৈয়বুর রহমান টনি, জাকির হোসেন, আব্দুল কাদির লিপু, জাফর আহমেদ, ইয়াকুত রহমান প্রমুখ উপস্থি ছিলেন।
বিশিষ্ট রাজনীতি মুজাহিদুল ইসলাম, স্পোর্টস কাউন্সিলের অন্যতম উপদেষ্টা সামসুল আবদীন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সেমিফাইনাল দু’টি উপভোগ করেন।
আগামী ৪ সেপ্টেম্বর রোববার বিকেল তিনটায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে ব্রঙ্কস ইউনাইটেড ও জ্যাকসন হাইটসন ক্লাব একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখ্য, স্পোর্টস কাউন্সিল আয়োজিত এবারের পরিচয় ফুটবল লীগের শীর্ষ চার দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে পরিচয় টুর্নামেন্ট। বিগত তিন বছর ধরে অর্থাৎ ২০১৪ সাল থেকে লীগের পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এবারের লীগে নিউইয়র্কসহ ট্রাইষ্টেটের ৯টি দল অংশ নেয়। দলগুলো হচ্ছে- মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, ব্রঙ্কস ওয়ারিয়র, ওজনপার্ক এফসি, ব্রাদার্স এলায়েন্স, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, জ্যাকসন হাইটস স্পোটিং ক্লাব ও সোনার বাংলা।