নিউইয়র্ক ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মেসি এখন চোটে পড়ায় ভালোই হয়েছে: ডি মারিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / ১৭৮ বার পঠিত

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। চলমান আন্তর্জাতিক বিরতিতে যোগ দিতে পারেননি আর্জেন্টিনা জাতীয় দলে। তবে এই মুহূর্তে মেসির চোট পাওয়াকে ভালো চোখেই দেখছেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল ডি মারিয়া।

চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যে প্রথম ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। আর আগামীকাল কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার আগে দলের প্রস্তুতিতে মেসির অনুপস্থিতি নিঃসন্দেহে হতাশাজনক। তবে আসর শুরুর আগেই মেসির চোট পাওয়াকে ‘মন্দের ভালো’ বলছেন ডি মারিয়া। তিনি বলেন, ‘লিওকে (মেসি) আমরা সবসময়ই মিস করি। সে ইতিহাসের সেরা ফুটবলার। তাকে অনুশীলন এবং ম্যাচে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার।’

আগামী ২০শে জুন শুরু হবে কোপা আমেরিকা। আসর শুরুর আগে মেসিকে পুরোপুরি সুস্থ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘এই মুহূর্তে তার ইনজুরিতে পড়াটা হতাশাজনক। তবে আমাদের শান্ত থাকতে হবে। এটা ভালো হয়েছে যে, মেসি এখন চোট পেয়েছে এবং তাকে আমরা কোপা আমেরিকার আগেই সুস্থ পাব।’

১৪ই মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে নাশভিলেকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। সেই ম্যাচে একটি করে গোল এবং অ্যাসিস্ট করা লিওনেল মেসি মাঠ ছাড়েন দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে। ম্যাচ শেষে জানা যায়, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মেসি। চোটের কারণে মেজর লীগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির শেষ দুই ম্যাচেও ছিলেন না আর্জেন্টাইন সুপারস্টার। সূত্র :মানবজমিন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মেসি এখন চোটে পড়ায় ভালোই হয়েছে: ডি মারিয়া

প্রকাশের সময় : ০২:০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। চলমান আন্তর্জাতিক বিরতিতে যোগ দিতে পারেননি আর্জেন্টিনা জাতীয় দলে। তবে এই মুহূর্তে মেসির চোট পাওয়াকে ভালো চোখেই দেখছেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল ডি মারিয়া।

চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যে প্রথম ম্যাচে এল সালভাদরকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। আর আগামীকাল কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার আগে দলের প্রস্তুতিতে মেসির অনুপস্থিতি নিঃসন্দেহে হতাশাজনক। তবে আসর শুরুর আগেই মেসির চোট পাওয়াকে ‘মন্দের ভালো’ বলছেন ডি মারিয়া। তিনি বলেন, ‘লিওকে (মেসি) আমরা সবসময়ই মিস করি। সে ইতিহাসের সেরা ফুটবলার। তাকে অনুশীলন এবং ম্যাচে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার।’

আগামী ২০শে জুন শুরু হবে কোপা আমেরিকা। আসর শুরুর আগে মেসিকে পুরোপুরি সুস্থ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘এই মুহূর্তে তার ইনজুরিতে পড়াটা হতাশাজনক। তবে আমাদের শান্ত থাকতে হবে। এটা ভালো হয়েছে যে, মেসি এখন চোট পেয়েছে এবং তাকে আমরা কোপা আমেরিকার আগেই সুস্থ পাব।’

১৪ই মার্চ কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে নাশভিলেকে ৩-১ গোলে হারায় ইন্টার মায়ামি। সেই ম্যাচে একটি করে গোল এবং অ্যাসিস্ট করা লিওনেল মেসি মাঠ ছাড়েন দ্বিতীয়ার্ধের ৫ম মিনিটে। ম্যাচ শেষে জানা যায়, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন মেসি। চোটের কারণে মেজর লীগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির শেষ দুই ম্যাচেও ছিলেন না আর্জেন্টাইন সুপারস্টার। সূত্র :মানবজমিন।