জ্যামাইকা মেলা ২৭ আগষ্ট

- প্রকাশের সময় : ১২:১৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০১৬
- / ৬৪২ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের জ্যামাইকায় আয়োজিত হচ্ছে ‘জ্যামাইকা মেলা’। আগামী ২৭ আগষ্ট শনিবার দিনব্যাপী স্থানীয় হিলসাইড এভিনিউস্থ সুসান বি এন্থনী স্কুল (১৮২ ষ্ট্রীট)-এর প্রে গ্রাউন্ডে (খোলা মাঠে) এই মেলা অনুষ্ঠিত হবে। জ্যামাইকাবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতায় এই মেলার আয়োজন করছেন কমিউনিটির পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটির তিন তিনবারের সাংস্কৃতিক সম্পাদক ও বোম্বে ভিডিও এন্ড প্রিন্টিং স্টোরের স্বত্তাধিকারী বাহালুল সৈয়দ উজ্জল।
ঐদিন বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেলা আয়োজনের জন্য সকল প্রস্তুতি এগিয়ে চলছে বলে মেলার আয়োজক বাহালুল সৈয়দ উজ্জল ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছেন। মেলায় থাকবে হরেক রকমের স্টল। তিনি বলেন, মেলায় আগত দর্শক-শ্রোতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও বিনোদনের যাবতীয় ব্যবস্থার পাশাপাশি সকল প্রকার সুযোগ-সুবিধাও থাকবে। সবমিলিয়ে বিগত বছরগুলোর চেয়ে এবারের মেলা হবে ভিন্ন ধর্মী আর ভিন্ন আঙ্গীকে। খবর ইউএনএ’র।
এবছরের জ্যামাইকা মেলার প্রধান স্পন্সর হচ্ছে: বিশিষ্ট সমাজসেবী ও রিয়েল এস্টেট ইনভেস্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, হিলসাইড হোন্ডা, উৎসব ডট কম এবং বোম্বে ভিডিও এন্ড প্রিন্টিং। অন্যান্য স্পন্সরগলোর মধ্যে রয়েছে: কাওরান বাজার, ঘরোয়া রেষ্টুরেন্ট, ফ্যামিলি কেয়ার ফার্মেসী, এটর্নী পেরী ডি সিলভার ও সিলেট মটরস। সকলের জন্য মেলার প্রবেশধার থাকবে উন্মুক্ত (ফ্রি)। মেলার উদ্বোধন করবেন হিলসাইড হোন্ডা’র জেনারেল ম্যানেজার পিটার পেটিটা।
এছাড়াও মেলায় আমন্ত্রিত অতিথি থাকবেন কংগ্রেসওম্যান গ্রেস মেং, কংগ্রেসম্যান গ্রেগরী মিক্স, নিউইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট স্ট্রীঙ্গার, কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটস নিউইয়র্ক ষ্টেট ষ্টেট সিনেটর লিরয় কমরী, ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিট ওয়েপ্রীন, স্থানীয় সিটি কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান, সিটি কাউন্সিলম্যান ড্যানিক মিলার, সিটি কাউন্সিলওম্যান মেলিসা মার্ক ভিভেরিতা, অ্যাসাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, অ্যাসেম্বলী ডিস্ট্রিক ২৪-এর জুডিশিয়াল ডেলিগেট সেবুল উদ্দিন, কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ তুহিন ও মূলধারার রাজনীতিক দিলীপ নাথ।
মেলার সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পীদের মধ্যে এস আই টুটুল ও অনুপমা মুক্তি এবং মাকসুদ ও ঢাকা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া প্রবাসের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ কালচারাল একাডেমী’র সুর বাহার-এর শিল্পী সহ স্থানীয় শিল্পীদের মধ্যে স্বপ্না কাওসার, চন্দন চৌধুরী, কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, হাফিজুর রহমান, চন্দ্রা রায়, রোকসানা মির্জা, লিমন চৌধুরী, নাভিন, কান্তা আলমগীর, সোনিয়া, সোহেল পারভেজ, নাদিরা, রিনা চৌধুরী, শিশু শিল্পী আনিসা প্রমুখ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন।
এদিকে জ্যামাইকা মেলা সফল করতে বাহলুল সৈয়দ উজ্জলকে আহ্বায়ক, আব্দুল বাসিত খান বুলবুলকে প্রধান সমন্বয়কারী ও সাইফুল্লাহ ভূইয়াকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক- মিরু শিকদার, শিবলী নোমানী, একেএম সফিকুল ইসলাম, শাহিন খান, ইমরুল আহসান কচি, সুজন রায় ও মোহাম্মদ মনসুর। সমন্বয়কারী- আবু তাহির আসাদ, আব্দুল কাদির লিপু, এম এ মজিদ আকন্দ, স্বীকৃতি বড়–য়া, রজব আলী, রাব্বি সৈয়দ ও মনিরুজ্জামান মনির। যুগ্ম সদস্য সচিব- আহনাফ আলম, ইসমাইল হোসেন স্বপন, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, হায়দার আলী দেলোয়ার, এনাম সাকুর ও মোহাম্মদ দস্তগীর।
কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- শরাফ সরকার, মোহাম্মদ আকতার হোসেন, সউদ চৌধুরী, ফখরুল আলম, ফাহিম রেজা নূর, ফখরুল ইসলাম খান, সোলায়মান খান, জহিরুল ইসলাম, আব্দুল কদ্দুস, ইলিয়াস খান, বোরহান উদ্দিন হাওলাদার, মোহাম্মদ মজিবর রহমান ও ওমর ফারুক খসরু।