টি-টোয়েন্টির ১২ হাজারের ক্লাবে কোহলি
- প্রকাশের সময় : ০৩:০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
- / ৫২ বার পঠিত
কোথায় গিয়ে থামবেন টিম ইন্ডিয়ার মারকুটে ব্যাটার বিরাট কোহলি, এমন প্রশ্নের উত্তর দেয়া বেশ কঠিন। কারণ একের পর এক রেকর্ড গড়েই চলেছেন ভারতের এই সাবেক ক্যাপ্টেন। শুক্রবার ভারতের জমকালো টি-টোয়েন্টির আসর আইপিএল-এর উদ্বোধনী ম্যাচেই অনন্য রেকর্ড গড়েছেন কোহলি।
টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে ১২ হাজার রান করে এই রেকর্ড গড়েন বিরাট কোহলি। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর হয়ে খেলার সময় কোহলি এই মাইলফলকে পৌঁছেছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,৫৬২ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন ক্রিস গেইল। পাকিস্তানের শোয়েব মালিক ১৩,৩৬০ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কেইরেন পোলার্ড ১২,৯০০ নিয়ে তৃতীয় এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ১২,৩১৯ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।
এরপরেই আছেন ডেভিড ওয়ার্নার (১২,০৬৫ রান), যার পরে রয়েছেন কোহলি। ভারতীয় স্টার কোহলি তার ৩৭৭তম টি-টোয়েন্টি ম্যাচে ৩৬০তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। শুক্রবারের ম্যাচে কোহলি দুর্দান্ত টাচে ছিলেন। খেলেছেন বেশ কিছু দর্শনীয় শট। ছিলো বাউন্ডারি ও ছক্কার মারও।
এবারের আইপিএল শুরুর আগে কোহলি তার দ্বিতীয় সন্তান স্বাগত জানানোর জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এড়িয়ে গিয়েছিলেন। সূত্র : একাত্তর টিভি।