নিউইয়র্ক ০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সেমিফাইনালে উঠে ম্যানসিটির রেকর্ড

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
  • / ১০২ বার পঠিত

নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। আর এই জয়ে এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ছয় আসরে শেষ চারে ওঠার রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

বের্নার্দো সিলভা সিটির হয়ে জোড়া গোল করেছেন। যেথানে ১৩ মিনিটে রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে প্রথমে ড্রিবল এরপর গোলমুখে শট নেন সিলভা। নিউক্যাসল গোলকিপার মার্টিন দুবরাবকা ঝাঁপান হিসাবমতোই। কিন্তু তার আগে বল ডেনিয়েল বার্নের মাথায় লেগে খানিকটা দিক পাল্টায় কিছুই করার ছিল না দুবরাবকার।

প্রায় একইভাবে সিটির পরের গোলটিও আসে। ৩১ মিনিটে রুবেন দিয়াজ সিলভাকে বল দিলে বাঁ পায়ে শট নেন পর্তুগীজ মিডফিল্ডার। এবার বল সেন বটম্যানের গায়ে লেগে খানিকটা দিক পাল্টে জালে জড়ায়।

এর আগে উল্ভসকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় কভেন্ট্রি সিটি। সূত্র : আমাদের সময়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সেমিফাইনালে উঠে ম্যানসিটির রেকর্ড

প্রকাশের সময় : ১২:৪৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪

নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। আর এই জয়ে এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ছয় আসরে শেষ চারে ওঠার রেকর্ড গড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

বের্নার্দো সিলভা সিটির হয়ে জোড়া গোল করেছেন। যেথানে ১৩ মিনিটে রদ্রির বাড়ানো বল বক্সে পেয়ে প্রথমে ড্রিবল এরপর গোলমুখে শট নেন সিলভা। নিউক্যাসল গোলকিপার মার্টিন দুবরাবকা ঝাঁপান হিসাবমতোই। কিন্তু তার আগে বল ডেনিয়েল বার্নের মাথায় লেগে খানিকটা দিক পাল্টায় কিছুই করার ছিল না দুবরাবকার।

প্রায় একইভাবে সিটির পরের গোলটিও আসে। ৩১ মিনিটে রুবেন দিয়াজ সিলভাকে বল দিলে বাঁ পায়ে শট নেন পর্তুগীজ মিডফিল্ডার। এবার বল সেন বটম্যানের গায়ে লেগে খানিকটা দিক পাল্টে জালে জড়ায়।

এর আগে উল্ভসকে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে জায়গা করে নেয় কভেন্ট্রি সিটি। সূত্র : আমাদের সময়।