শোকের মাস আগষ্ট : প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে নিউইয়র্ক ষ্টেট যুবলীগ
- প্রকাশের সময় : ০৭:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০১৬
- / ৯৫৫ বার পঠিত
নিউইয়র্ক: শোকের মাস আগষ্টের প্রথম প্রহরে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণ করেছে নিউইয়র্ক ষ্টেট যুবলীগ। এ উপলক্ষ্যে ৩১ জুলাই মধ্যরাত ১২টা এক মিনিটে অর্থাৎ ১ আগষ্ট-এর প্রথম প্রহরে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রদীপ প্রজ্জলনের কর্মসূচী গ্রহণ করা হয়। এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মিসবাহ আহমেদ, সাধারণ সম্পাদক ফরিদ আলম, সহ সভাপতি আবু তাহের, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রব খান জামাল ও নূরুল ইসলাম, প্রচার সম্পাদক গণেশ কীর্তনীয়া, কানেকটিকাট যুবলীগের সভাপতি হুমায়ুন আহমেদ চৌধুরী, নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সহ সভাপতি বদরুল ইসলাম মিন্টু ও কারী মৌলানা দুলাল, যুগ্ম সম্পাদক শাহ সেলিম ও রহিমুজ্জামান খান সুমন, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ ও শোহেব আহমেদ, নিউইয়র্ক সিটি যুবলীগের সভাপতি হেলিম উদ্দিন, সহ সভাপতি নূরুল ইসলাম, ম্যানহাটান যুবলীগের সভাপতি মনির উদ্দিন, সহ সভাপতি আজমান আলী, সাধারণ সম্পাদক আজাদুল কবীর, ব্রঙ্কস যুবলীগের সভাপতি শিপু চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রেজা, ব্রুকলীন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, কুইন্স যুবলীগের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সাইদ সিরাজ সৌরভ সহ নিউইয়র্ক ষ্টেট, সিটি ও সকল বরো যুবলীগের নেতা-কর্মীসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক ষ্টেট যুবলীগের সভাপতি জামাল হোসেন ও সাধারণ সম্পাদক সেবুল মিয়ার সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানের শুরুতে ড. সিদ্দিুকুর রহমান দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় যুবলীগের নেতা-কর্মীরা ‘জয়বাংলা’ শ্লোগানে অনুষ্ঠান স্থল মুখরিত করে তোলেন।
পরবর্তীতে যুবলীগের নেতা-কর্মী সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিপুল সংখ্যক প্রবাসী বাঙালী উপস্থিত ছিলেন।