সিটি মেয়র এরিকের বাসভবনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন
- প্রকাশের সময় : ০৪:৩৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১১৮ বার পঠিত
বাংলাদেশ হেরিটেজ মাস উপলক্ষে নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেনি পেশার মানুষদের নিয়ে হেরিটেজ ডে উদযাপন করেছেন মেয়র এরিক অ্যাডামস। গত ৭ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে ৭ টা পর্যন্ত মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে বাঙালী কমিউনিটির বিশিষ্টজনদের সংবর্ধনা জানানো হয়।
মেয়রের মূখ্য প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশী-আমেরিকান মীর বাশার সবাইকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ হেরিটেজ মাস বাংলাদেশী আন্দোলনে অবদানের প্রতিফলনের মাস। তিনি আরো বলেন, নিউইয়র্কের ৫টি বরোতেই বাঙালীদের সংস্কৃতি ছড়িয়ে আছে। খাবারের দোকান থেকে শুরু করে চিকিৎসা, প্রযুক্তি এবং বিভিন্ন খাতে বাঙ্গালিরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামস বলেন, নিউইয়র্কে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে। তিনি বাংলাদেশী-আমেরিকান হয়ে নিউইয়র্ক সিটি এবং দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে কয়েকজন বিশিষ্ট বাংলাদেশী আমেরিকানের হাতে সম্মানা তুলে দেন মেয়র এরিক অ্যাডামস। এরা হলেন টেলিকম শিল্পের প্রবর্তন এবং অভিবাসীদের ক্ষমতায়ন প্রচারে অবদান রাখায় রিভারটেলের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রুহিন হোসেন, ইন্টারফেস মেডিকেল সেন্টারে নেতৃত্ব এবং দুর্দান্ত গেটওয়েল মেড কেয়ার পিসি প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশীয় সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্যসেবাকে ব্যাপকভাবে প্রভাবিত করায় ডা. শামীম আহমেদ, বাঙালী সংস্কৃতির সংরক্ষণ ও প্রচার করে প্রবাসী সম্প্রদায়ের কাছে বাংলাদেশীদের সম্মৃদ্ধ ঐতিহ্য তুলে ধরায় শিল্পকলা একাডেমি ইউএসএ’র প্রতিষ্ঠাতা মনিকা রায় এবং স্টারলিং ডায়াগনস্টিক এলএলসির প্রতিষ্ঠাতা এবং সিইও আব্দুল চৌধুরী। সংবর্ধনা অনুষ্ঠানে বাঙালীর অবিস্মরণীয় বিজয়গাথা নিয়ে অলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাঙালী কমিউনিটির জন্য হালাল খাবারেরও আয়োজন করা হয়। উল্লেখ্য. গত বছর প্রথম তার সরকারী বাসভবনে বাংলাদেশী হেরিটেজ ডে’র আয়োজন করেন মেয়র এরিক অ্যাডামস।
কুইন্স বরো প্রেসিডেন্ট এর কার্যালয়ে বাংলাদেশ হ্যারিটেজ ডে উদযাপন
এদিকে, নিউইয়র্ক সিটির কুইন্স বরো প্রেসিডেন্ট ডনাবান রিচোর্ড এর কার্যালয়ও বাংলাদেশ হ্যারিটেজ ডে উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করে। গত ৫ মার্চ মঙ্গলবার বরো প্রেসিডেন্ট কার্যালয়ে বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনকে সম্মননা প্রদান করা হয়। এসময় কমিউনিটি সেবায় বিশেষ অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।