মূল্যবোধের অবক্ষয় ও পরকীয়া অপরাধের নেপথ্যের মূল কারণ

- প্রকাশের সময় : ০৩:২১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ৮৩ বার পঠিত
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ‘স্টপ ড্রাগস এন্ড ক্রাইমস’ শীর্ষক মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক এক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশী কমিউনিটি সহ সিটির অন্যান্য কমিউনিটিতে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। বিশেষ করে পারিবারিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং পরকীয়া-ই মূলত: অপরাধের নেপথ্যের মূল কারণ বলে বক্তারা অভিবমত ব্যক্ত করেন। উল্লেখ্য, কমিউনিটির নতুন প্রজন্মের মাঝে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই সেমিনারের আয়োজন করা হয়। গত বছরও জ্যামাইকাতে অনুরূপ সেমিনার হয়েছিলো।
নিউইয়র্কে বাংলাদেশী অধ্যুষিত জামাইকার খলিল বিরিয়ারনী পার্টি হলে গত ১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় ব্যতিক্রমী এই সেমিনারের আয়োজন করা হয়। কমিউনিটি অ্যাক্টিভষ্ট নাসির খান পল, সৈয়দ আল আমিন রাসেল এবং কুইন্স কউনিটি বোর্ড মেম্বার আহসান হাবিব ও আহনাফ আলম এর সার্বিক আয়োজনে আয়োজিত এই সেমিনারের পৃষ্ঠপোষকতায় ছিলেন রিয়েল এষ্টেট ইনভেষ্টর নুরুল আজিম ও মোহাম্মদ আনোয়ার হোসাইন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম, মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, আশা হোম কেয়ার এর প্রেসিডেন্ট আকাশ রহমান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জ্যামাইকা মুসলিম সেন্টার এর ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফখরুল আলম ও মোহাম্মদ আলী, হেলথফাষ্ট ইন্স্যুরেন্স কোম্পানীর সালেহ আহমদ, রিয়েলটর রিনা সাহা ও আজিজুল হক মুন্না, সমাজকর্মী সালমা ফেরদৌস, শোটাইম মিউজিক এর আলমগীর খান আলম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের আবুল কাসেম, রমিজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
আহসান হাবিব ও আল আমিন রাসেলের সঞ্চালনায় সেমিনারে বক্তারা বলেন, সবাই যেন আর্থিক ও বৈষয়িক লক্ষ্য পূরণে এতটাই ব্যস্ত যে পরিবারকে বিশেষ করে নিজের সন্তানদের ঠিকমতো সময় দেওয়া সম্ভব হয়ে উঠে না। আর এই সুযোগে ধীরে ধীরে খারাপ সঙ্গের সংস্পর্শে আসে নতুন প্রজন্ম যার পরিণতির ভয়াবহতা আমরা সকলে উপলব্দি করছি। বক্তারা বলেন, বর্তমান সমাজে অনেক বিবাহিত ছেলে-মেয়ে পরকীয়ায় লিপ্ত। যারা নিজেরা সন্তান-সন্ততির পিতা-মাতা। আবার অনেকের ছেলে-মেয়ে মাদকাসক্তি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে, কেউ কেউ লিভ টুগেদার করছে।
সেমিনারে একটি পরিসংখ্যান তুলে ধরে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে গত চার বছরে ৮৪ জন মাদকাসক্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছেন ৪২ জন। যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। এই ৮৪ জনের মধ্যে বাঙালীও কয়েকজন রয়েছেন। তবে সামাজিকভবে কেউ স্বীকার করছেন না। মৃত্যুর কারণকে তারা হার্ট আাট্যাক বলে চালিয়ে দেন। যদিও মৃত্যুর কারণ হার্ট ফেইল হয়ে যাওয়া। মাদকাসক্তি থেকে উত্তরণ পেতে বক্তারা বলেন, পারিবারিকভাবে ছেলে-মেয়েদের সাথে বন্ধুতের সম্পর্ক গড়ে তুলতে হবে! তাদের সাথে নিয়মিত মিশতে হবে। তারা কাদের সাথে চলাফেরা করে তার খোঁজ-খবর রাখতে হবে।
সেমিনারে নিউইয়র্ক পুলিশের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, মাদকদ্রব্য কোন স্থানে বিক্রি হয় তা চিহিত করতে হবে। ক্ষেত্রবিশেষে এসব জায়গা এড়িয়ে চলতে হবে।
অনুষ্ঠানের শুরুতে নিউইয়র্ক পুলিশের দুই কমিউনিটি এফেয়ার্স কর্মকর্তা ক্রেডিটকার্ড ব্যবহার ও সমসাময়িক বিষয়ে সকলকে অবহিত করে সতর্কতা পালনের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ভবিষ্যতে এই ধরনের সেমিনার আরও আয়োজন করা হবে বলে আয়োজকরা জানান। ছবি: পরিচয়