নিউইয়র্ক ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টিকটক নিষিদ্ধ হলে লাভবান হবে ফেসবুক: ট্রাম্প

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ১৭৯ বার পঠিত

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স অ্যাপটিকে বিক্রি করতে বা এটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে আনা কংগ্রেশনাল বিলের সমালোচনা করেছেন সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১১ মার্চ) এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে টিকটক প্রসঙ্গে কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছ।

সাক্ষাৎকারে তিনি বলেন, টিকটক ছাড়া ফেসবুক আরও বিস্তৃত হবে বা বেশি ব্যবহৃত হবে। তাই টিকটক বন্ধ হলে অন্যান্য অ্যাপ বিশেষ করে ফেসবুকের অবস্থানই শক্তিশালী হবে। তাদের লাভও বেশি হবে। ব্যক্তিগতভাবে তিনি ফেসবুককে মানুষের জন্য ক্ষতিকর বা মানুষের শত্রু বলে মনে করেন বলেও জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে টিকটককের অংশটি বিক্রি করে দিতে এর মূল প্রতিষ্ঠান চীনা মালিকানাধীন বাইটড্যান্সকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই টিকটক বিক্রি করে দিতে একটি বিল এখন খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা বিলটি পাসে ভোট দেবেন। এটি পাসে দুই-তৃতীয়াংশ সদস্যকে হ্যাঁ ভোট দিতে হবে। ভোট হবে সিনেটেও।

টিকটক চীন সরকারকে তথ্য পাচার করে এবং এটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বহুদিন ধরেই মনে করে আসছে পশ্চিমারা। বাইটড্যান্স যেহেতু চীনা কোম্পানি,তাই চীনের আইন অনুসারেই কর্তৃপক্ষের অনুরোধে কোম্পানিটি যেকোনও তথ্য সরকারকে দিতে বাধ্য। এটিই তাদের মূল উদ্বেগের বিষয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টায় টিকটক ব্যবহার করছে চীন সরকার। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে গোয়েন্দারা জানিয়েছে, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে উভয় রাজনৈতিক দলের প্রার্থীকে টিকটকের মাধ্যমে টার্গেট করেছিল চীন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকটককে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখেন তাদের সাথে একমত তিনি। তবে তার যুক্তি ফেসবুকও যুক্তরাষ্ট্রের সরকারের জন্য হুমকি। টিকটক অ্যাপটি যুক্তরাষ্ট্রে জনপ্রিয়। নির্বাচনের বছরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটে টিকটক সংক্রান্ত বিলটি পাস হওয়া কঠিন হতে পারে। সূত্র : বাংলা ট্রিবিউন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

টিকটক নিষিদ্ধ হলে লাভবান হবে ফেসবুক: ট্রাম্প

প্রকাশের সময় : ১২:১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স অ্যাপটিকে বিক্রি করতে বা এটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে আনা কংগ্রেশনাল বিলের সমালোচনা করেছেন সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১১ মার্চ) এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে টিকটক প্রসঙ্গে কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ খবর জানিয়েছ।

সাক্ষাৎকারে তিনি বলেন, টিকটক ছাড়া ফেসবুক আরও বিস্তৃত হবে বা বেশি ব্যবহৃত হবে। তাই টিকটক বন্ধ হলে অন্যান্য অ্যাপ বিশেষ করে ফেসবুকের অবস্থানই শক্তিশালী হবে। তাদের লাভও বেশি হবে। ব্যক্তিগতভাবে তিনি ফেসবুককে মানুষের জন্য ক্ষতিকর বা মানুষের শত্রু বলে মনে করেন বলেও জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে টিকটককের অংশটি বিক্রি করে দিতে এর মূল প্রতিষ্ঠান চীনা মালিকানাধীন বাইটড্যান্সকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যেই টিকটক বিক্রি করে দিতে একটি বিল এখন খতিয়ে দেখছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যরা বিলটি পাসে ভোট দেবেন। এটি পাসে দুই-তৃতীয়াংশ সদস্যকে হ্যাঁ ভোট দিতে হবে। ভোট হবে সিনেটেও।

টিকটক চীন সরকারকে তথ্য পাচার করে এবং এটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বহুদিন ধরেই মনে করে আসছে পশ্চিমারা। বাইটড্যান্স যেহেতু চীনা কোম্পানি,তাই চীনের আইন অনুসারেই কর্তৃপক্ষের অনুরোধে কোম্পানিটি যেকোনও তথ্য সরকারকে দিতে বাধ্য। এটিই তাদের মূল উদ্বেগের বিষয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টায় টিকটক ব্যবহার করছে চীন সরকার। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে গোয়েন্দারা জানিয়েছে, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে উভয় রাজনৈতিক দলের প্রার্থীকে টিকটকের মাধ্যমে টার্গেট করেছিল চীন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, টিকটককে যারা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখেন তাদের সাথে একমত তিনি। তবে তার যুক্তি ফেসবুকও যুক্তরাষ্ট্রের সরকারের জন্য হুমকি। টিকটক অ্যাপটি যুক্তরাষ্ট্রে জনপ্রিয়। নির্বাচনের বছরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষ প্রতিনিধি পরিষদ ও সিনেটে টিকটক সংক্রান্ত বিলটি পাস হওয়া কঠিন হতে পারে। সূত্র : বাংলা ট্রিবিউন।