ইউক্রেনকে এক কড়িও দেবেন না ট্রাম্প: হাঙ্গেরির প্রধানমন্ত্রী
- প্রকাশের সময় : ১১:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১০৬ বার পঠিত
ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কোনো তহবিল দেবেন না বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান। ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ওরবান বলেন, তিনি ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এক কড়িও দেবেন না। ফলে যুদ্ধের ইতি ঘটবে। গতকাল সোমবার বিবিসি এ খবর জানায়।
ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে ‘২৪ ঘণ্টার মধ্যে’ যুদ্ধ অবসানের অঙ্গীকার করেছেন। তবে এ বিষয়ে ওরবান বিস্তারিত কিছু বলেননি। ২০২৪ সালের হোয়াইট হাউসের দৌড়ে তিনি প্রকাশ্যেই দীর্ঘদিনের মিত্র ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।
স্থানীয় সময় রোববার হাঙ্গেরির এমওয়ান টেলিভিশন চ্যানেলে ওরবান বলেন, এটি পরিষ্কার যে, ইউক্রেন নিজের পায়ে দাঁড়াতে পারে না। ইউরোপীয়দের পাশাপাশি আমেরিকানরা যদি অর্থ ও অস্ত্র না দেয়, তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র অর্থ না দিলে ইউরোপীয়রা একা যুদ্ধের খরচ চালাতে পারবে না। ওরবান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে বিষয়ে ট্রাম্পের ‘চমৎকার বিস্তারিত পরিকল্পনা আছে’। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ওই টিভি সাক্ষাৎকার নিয়ে ট্রাম্প প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্প তাঁর মার-আ-লোগোর বাড়িতে অতিথি ভিক্টর ওরবানের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ওরবানের মতো ভালো, স্মার্ট কিংবা ভালো নেতা আর কেউ হতে পারে না। তিনি চমৎকার।’ যুক্তরাষ্ট্র সফরকালে তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেননি। বিদেশি কোনো নেতার যুক্তরাষ্ট্র সফরকালে বর্তমান প্রেসিডেন্টকে বাদ দিয়ে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার এমন ঘটনা বিরল। সূত্র : সমকাল।


















