রাশিয়ার সঙ্গে পোপ ফ্রান্সিসের সমঝোতার আহ্বান প্রত্যাখ্যান ইউক্রেনের
- প্রকাশের সময় : ০২:২৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ৫৪ বার পঠিত
রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তবে স্থানীয় সময় রোববার (১০ মার্চ) পোপের এ আহ্বান প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। খবর রয়টার্স।
গণমাধ্যমটি জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনা করে যুদ্ধের অবসানের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। এছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রীও পোপের ওই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কিয়েভ কখনো আত্মসমর্পণ করবে না।
পোপ বলেছিলেন, যখন কোনো দলের জন্য পরিস্থিতি খারাপ হয় তখন সেই দলকে ‘সাদা পতাকা’ প্রদর্শন অথবা সমঝোতার পথ বেছে নিতে হয়।
সুইজারল্যান্ডের আরএসআই নামের একটি টেলিভিশন ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিসের একটি অনুষ্ঠান রেকর্ড করে। আগামী ২০ মার্চ এটি প্রচার করা হবে। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে বিতর্ককারীরা পোপের কাছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে মন্তব্য জানতে চান। এর জবাব দিতে গিয়ে পোপ এমন মন্তব্য করেছেন।
পোপের এ মন্তব্য শোনার পর জেলেনস্কি এর কঠোর সমালোচনা করেন। এছাড়া ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সের এক বার্তায় বলেন, আমাদের পতাকা হলুদ ও সবুজ রংয়ের। এ পতাকার জন্য আমরা বেঁচে থাকি, মরে যাই এবং জয়ী হই। আমরা কখনো অন্যদের পতাকা উত্তোলন করব না।
হককথা/নাছরিন