নিউইয়র্ক ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গ্যালারিতে স্ত্রীর সঙ্গে বসে মায়ামির পরাজয় দেখলেন মেসি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০২:১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / ১১৯ বার পঠিত

লিওনেল মেসিকে বেশি খাটানো হচ্ছে বলে কিছুদিন আগে জানিয়েছিলেন জেরার্ড মার্তিনো। তাই আজকে মন্ট্রিলের বিপক্ষে মেসিকে বিশ্রামে রেখেছিলেন তিনি। কিন্তু তাঁকে বিশ্রাম দেওয়ার ফলটা যে ভালো হয়নি ইন্টার মায়ামির।

মন্ট্রিলের কাছে ৩-২ গোলে হেরে মেজর লিগ সকারের প্রথম পরাজয় দেখেছে মায়ামি। প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকা দলটি আজ শুধু মেসিকেই বিশ্রাম দেয়নি, প্রথম পছন্দের একাদশের আরও বেশ কজনকে আজ শুরুতে নামাননি মার্তিনো। তার ফল দ্রুতই পেয়েছেন তিনি।

মেসি-লুইস সুয়ারেজ-সার্জিও বুসকেতসদের ছাড়া খেলতে নেমে ১৩ মিনিটে গোল হজম করে বসে মায়ামি। মন্ট্রিলের হয়ে গোলটি করেন ফার্নান্দো আলভারেজ। প্রথমার্ধে আর কোনো গোল না হলে দুই দল বিরতিতে যায়। গোল শোধ দিতে বিরতির পর বুসকেতসকে মাঠে নামিয়ে দেন মার্তিনো। তার সুফলও পায় দল। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ৭১ মিনিটে গোল শোধ করে মায়ামি।

লওসন সান্ডার‍ল্যান্ডের সহায়তায় দলকে সমতায় ফেরান লিয়োন্দ্রো ক্যাম্পানা। তবে সমতাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। ৪ মিনিট পরেই দ্বিতীয় গোল হজম কর বসে তারা। ৭৫ মিনিটে মন্ট্রিলকে লিড এনে দেন মাতিয়াস কোকারো। ৩ মিনিট পর তৃতীয় গোলও পেয়ে যায় মন্ট্রিল। ৭৮ মিনিটে জোসেফ মার্তিনেজের ক্রস থেকে গোলটি করেন সুনুসি ইব্রাহিম। তার আগে ম্যাচে ফিরতি সুয়ারেজও মাঠে নামেন। তাঁকে ম্যাচে নামানো হবে না বলেই স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরর সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখেন মেসি।

সুয়ারেজ নামলেও কোনো লাভ হয়নি। শেষদিকে শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে মায়ামি। ৮০ মিনিটে দুই স্প্যানিশ জর্দি আলবা ও বুসকেতসের যুগলবদন্দীতে ব্যবধান কমায় মায়ামি। মিডফিল্ডার বুসকেতসের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার আলবা। এরপর আর কোনো গোল করতে না পারলে লিগে প্রথম হারের স্বাদ পায় মায়ামি। প্রতিপক্ষের কাছে ৩-২ গোলে হারলেও ইস্টার্ন কনফারেন্সে এখনো শীর্ষে রয়েছে মায়ামি। ৪ ম্যাচে ৭ পয়েন্টে এক নম্বরে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট মন্ট্রিল, কলম্বাস, নিউইয়র্ক রেড বুলস ও টরেন্টোর। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মেসিরাই শীর্ষে আছে। সূত্র : আজকের পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গ্যালারিতে স্ত্রীর সঙ্গে বসে মায়ামির পরাজয় দেখলেন মেসি

প্রকাশের সময় : ০২:১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

লিওনেল মেসিকে বেশি খাটানো হচ্ছে বলে কিছুদিন আগে জানিয়েছিলেন জেরার্ড মার্তিনো। তাই আজকে মন্ট্রিলের বিপক্ষে মেসিকে বিশ্রামে রেখেছিলেন তিনি। কিন্তু তাঁকে বিশ্রাম দেওয়ার ফলটা যে ভালো হয়নি ইন্টার মায়ামির।

মন্ট্রিলের কাছে ৩-২ গোলে হেরে মেজর লিগ সকারের প্রথম পরাজয় দেখেছে মায়ামি। প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকা দলটি আজ শুধু মেসিকেই বিশ্রাম দেয়নি, প্রথম পছন্দের একাদশের আরও বেশ কজনকে আজ শুরুতে নামাননি মার্তিনো। তার ফল দ্রুতই পেয়েছেন তিনি।

মেসি-লুইস সুয়ারেজ-সার্জিও বুসকেতসদের ছাড়া খেলতে নেমে ১৩ মিনিটে গোল হজম করে বসে মায়ামি। মন্ট্রিলের হয়ে গোলটি করেন ফার্নান্দো আলভারেজ। প্রথমার্ধে আর কোনো গোল না হলে দুই দল বিরতিতে যায়। গোল শোধ দিতে বিরতির পর বুসকেতসকে মাঠে নামিয়ে দেন মার্তিনো। তার সুফলও পায় দল। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ৭১ মিনিটে গোল শোধ করে মায়ামি।

লওসন সান্ডার‍ল্যান্ডের সহায়তায় দলকে সমতায় ফেরান লিয়োন্দ্রো ক্যাম্পানা। তবে সমতাটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মায়ামি। ৪ মিনিট পরেই দ্বিতীয় গোল হজম কর বসে তারা। ৭৫ মিনিটে মন্ট্রিলকে লিড এনে দেন মাতিয়াস কোকারো। ৩ মিনিট পর তৃতীয় গোলও পেয়ে যায় মন্ট্রিল। ৭৮ মিনিটে জোসেফ মার্তিনেজের ক্রস থেকে গোলটি করেন সুনুসি ইব্রাহিম। তার আগে ম্যাচে ফিরতি সুয়ারেজও মাঠে নামেন। তাঁকে ম্যাচে নামানো হবে না বলেই স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরর সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখেন মেসি।

সুয়ারেজ নামলেও কোনো লাভ হয়নি। শেষদিকে শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে মায়ামি। ৮০ মিনিটে দুই স্প্যানিশ জর্দি আলবা ও বুসকেতসের যুগলবদন্দীতে ব্যবধান কমায় মায়ামি। মিডফিল্ডার বুসকেতসের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ডিফেন্ডার আলবা। এরপর আর কোনো গোল করতে না পারলে লিগে প্রথম হারের স্বাদ পায় মায়ামি। প্রতিপক্ষের কাছে ৩-২ গোলে হারলেও ইস্টার্ন কনফারেন্সে এখনো শীর্ষে রয়েছে মায়ামি। ৪ ম্যাচে ৭ পয়েন্টে এক নম্বরে তারা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট মন্ট্রিল, কলম্বাস, নিউইয়র্ক রেড বুলস ও টরেন্টোর। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় মেসিরাই শীর্ষে আছে। সূত্র : আজকের পত্রিকা।