শাকিবের এক, বুবলীর দুই

- প্রকাশের সময় : ০১:৪৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৪১ বার পঠিত
দেশের চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। জনপ্রিয় হলেও ঈদের বাইরে সিনেমা মুক্তি দিতে নারাজ। তবে গত বছরের দুই ঈদে তাঁর দুটি সিনেমাই দর্শকপ্রিয়তা পায়। এর মধ্যে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ হয় বাম্পার হিট। এ বছর একই পরিচালকের ‘রাজকুমার’ সিনেমাটি নিয়ে পর্দায় আসবেন শাকিব খান। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। বাকি আছে শুটিং-পরবর্তী কাজ। খুব দ্রুত শুরু হবে প্রচারণাও।
এদিকে তাঁর স্ত্রী শবনম বুবলীও ঈদে আসছেন দুটি সিনেমা নিয়ে। শাকিবের হাত ধরে তাঁর সিনেমা যাত্রা শুরু হলেও এখন আর একসঙ্গে সিনেমা করেন না তাঁরা। সংসারেও চলছে নানামুখী ঝামেলা। সন্তানকে মেনে নিলেও স্ত্রীকে মেনে নেননি শাকিব। তবে শাকিবকে ছাড়াই নিয়মিত সিনেমা করছেন এই অভিনেত্রী।
গত বছরের ঈদুল ফিতরে দুটি চলচ্চিত্র নিয়ে প্রেক্ষাগৃহে সরব ছিলেন এই নায়িকা। জানা গেছে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এর মধ্যে একটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ এবং অন্যটি জসিম উদ্দিন জাকিরের ‘মায়া : দ্য লাভ’।
সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ। প্রথমবারের মতো জুটি হয়ে এই সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। ইতিমধ্যে সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে দুটি পোস্টার। প্রতিটি পোস্টারেই রয়েছে রহস্যের ছাপ।
‘
দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমরা প্রায়ই বলি, ভিন্ন রকম গল্প, চরিত্র একেবারে অন্য রকম। কিন্তু অনেক সময় পর্দায় বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এই সিনেমাটা তার ব্যতিক্রম। আশা করছি, নিরাশ হবেন না সিনেমাপ্রেমীরা। আমাকে দর্শকরা নতুনভাবে আবিষ্কার করবেন। আমি ঈদের সিনেমার জন্য প্রস্তুত হয়ে আছি।’
অন্যদিকে জসিম উদ্দিন জাকির নির্মিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন একজন নয়, তিনজন নায়ক। পর্দায় এই নায়িকার সঙ্গে দেখা যাবে আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশানকে।
সিনেমাটির গল্পে দেখা যাবে, বুবলীকে পাগলের মতো ভালোবাসেন মিলন। কিন্তু তিনি ভালোবাসেন রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যাবেন বুবলী। চিত্রনায়ক সাইমন সাদিকের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণের কারণ জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে হবে ‘মায়া : দ্য লাভ’। সূত্র : কালের কণ্ঠ।