নিউইয়র্ক ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাজধানীর নীরব এলাকাতেই শব্দ দুই থেকে আড়াই গুণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
  • / ২৪ বার পঠিত

রাজধানীর সচিবালয়ের চারপাশের এলাকা সরকার ঘোষিত ‘নীরব এলাকা’। অথচ এখানেও দিনের বেলায় নির্ধারিত মানমাত্রার চেয়ে দুই গুণ বেশি শব্দ হচ্ছে। রাজধানীর অন্যান্য কিছু নীরব এলাকাতেও দিনের বেলা দুই গুণ ও রাতের বেলায় আড়াই গুণেরও বেশি শব্দ হচ্ছে। সব মিলিয়ে সরকার ঘোষিত রাজধানীর নীরব এলাকাতেই শব্দদূষণ হচ্ছে সবচেয়ে বেশি।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সাম্প্রতিক এক জরিপে রাজধানীর শব্দদূষণের ওপরের চিত্র উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ঢাকা মহানগরীর ৪৫টি স্থানে শব্দের মাত্রা পরিমাপ করে পরিবেশ সংরক্ষণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনটি। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল তুলে ধরা হয়।

পরিজার জরিপে দেখা গেছে, নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দুই গুণের বেশি এবং রাতে আড়াই গুণের বেশি থাকছে।

আবাসিক ও মিশ্র এলাকায় দিনে দেড় গুণ ও রাতে দুই গুণের বেশি শব্দ হয়। বাণিজ্যিক এলাকায় দিন ও রাতে নির্ধারিত মানমাত্রার চেয়ে দেড় গুণ বেশি শব্দ হচ্ছে। শব্দদূষণের প্রধান উৎস হিসেবে জরিপে উঠে এসেছে যানবাহন চলাচল ও হর্ন, নির্মাণকাজ, কলকারখানার যন্ত্রপাতি চলা, গান বাজানো, জেনারেটর চালু রাখা ইত্যাদি।

২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালায় বিভিন্ন এলাকাকে নীরব, আবাসিক, মিশ্র ও বাণিজ্যিক ও শিল্প শ্রেণিতে ভাগ করে এসব এলাকায় শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিধিমালায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং এর চারপাশের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে নীরব এলাকা বলা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় শব্দের মানমাত্রা দিনে (ভোর ৬টা থেকে রাত ৯টা) ৫০ ডেসিবল ও রাতে (রাত ৯টা থেকে ভোর ৬টা) ৪০ ডেসিবল। আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবল, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবল এবং বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবল গ্রহণযোগ্য মাত্রা। শিল্প এলাকায় শব্দের মানমাত্রা দিনে ৭৫ ডেসিবল ও রাতে ৭০ ডেসিবল।

মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, বাংলামোটর, শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমণ্ডি, আগারগাঁও, সচিবালয় এলাকাসহ ঢাকা মহানগরীর ৪৪টি স্থানে জরিপ পরিচালনা করে পরিজা।

এর ফলাফলে বলা হয়েছে, নীরব হিসেবে নির্ধারিত এলাকাগুলোর মধ্যে দিনে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় সচিবালয় এলাকায়। সেখানে দিনের বেলা ১০১.৭ ডেসিবল শব্দ রেকর্ড করা হয়, যা নির্ধারিত মানমাত্রার দ্বিগুণ। অন্যদিকে রাতে সবচেয়ে বেশি ১০১.৫ ডেসিবল শব্দ পাওয়া গেছে ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতাল এলাকায়, যা নির্ধারিত মানমাত্রার চেয়ে আড়াই গুণ বেশি।

নীরব এলাকায় ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনের শব্দের মাত্রা ছিল ৮৪.৫ থেকে ১০১.৭ ডেসিবল। রাতে তা ৯৬.৪ থেকে ১০১.৫ ডেসিবলের মধ্যে। আবাসিক এলাকায় দিনে ৮২ থেকে ৯১ ডেসিবল ও রাতে ৮৩ থেকে ৯১ ডেসিবল পাওয়া গেছে। বাণিজ্যিক এলাকায় শব্দের মাত্রা ছিল দিনে ৯২ থেকে ৯৭ ডেসিবল ও রাতে ৯১ থেকে ৯৯ ডেসিবল।

সংবাদ সম্মেলনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সভাপতি ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নির্দিষ্ট কর্মকর্তা নিয়োগ ও আইনের বাস্তবায়নের ওপর জোর দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মতে, ৬০ ডেসিবল শব্দে মানুষের শ্রবণশক্তি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ১০০ ডেসিবল শব্দে শ্রবণশক্তি চিরতরে হারাতে পারে। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান অবস্থা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ঢাকা মহানগরীর ৫০ শতাংশ মানুষ ৩০ ডেসিবল মাত্রার শব্দ শোনার ক্ষমতা হারাবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন বলেন, শব্দদূষণের ফলে মানুষ কেবল শ্রবণশক্তি হারায় না, নানা ধরনের জটিল রোগেও আক্রান্ত হয়। সূত্র : কালের কণ্ঠ

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাজধানীর নীরব এলাকাতেই শব্দ দুই থেকে আড়াই গুণ

প্রকাশের সময় : ০৩:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

রাজধানীর সচিবালয়ের চারপাশের এলাকা সরকার ঘোষিত ‘নীরব এলাকা’। অথচ এখানেও দিনের বেলায় নির্ধারিত মানমাত্রার চেয়ে দুই গুণ বেশি শব্দ হচ্ছে। রাজধানীর অন্যান্য কিছু নীরব এলাকাতেও দিনের বেলা দুই গুণ ও রাতের বেলায় আড়াই গুণেরও বেশি শব্দ হচ্ছে। সব মিলিয়ে সরকার ঘোষিত রাজধানীর নীরব এলাকাতেই শব্দদূষণ হচ্ছে সবচেয়ে বেশি।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সাম্প্রতিক এক জরিপে রাজধানীর শব্দদূষণের ওপরের চিত্র উঠে এসেছে। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ঢাকা মহানগরীর ৪৫টি স্থানে শব্দের মাত্রা পরিমাপ করে পরিবেশ সংরক্ষণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনটি। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জরিপের ফলাফল তুলে ধরা হয়।

পরিজার জরিপে দেখা গেছে, নীরব এলাকায় দিনে শব্দের মাত্রা মানমাত্রার চেয়ে দুই গুণের বেশি এবং রাতে আড়াই গুণের বেশি থাকছে।

আবাসিক ও মিশ্র এলাকায় দিনে দেড় গুণ ও রাতে দুই গুণের বেশি শব্দ হয়। বাণিজ্যিক এলাকায় দিন ও রাতে নির্ধারিত মানমাত্রার চেয়ে দেড় গুণ বেশি শব্দ হচ্ছে। শব্দদূষণের প্রধান উৎস হিসেবে জরিপে উঠে এসেছে যানবাহন চলাচল ও হর্ন, নির্মাণকাজ, কলকারখানার যন্ত্রপাতি চলা, গান বাজানো, জেনারেটর চালু রাখা ইত্যাদি।

২০০৬ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালায় বিভিন্ন এলাকাকে নীরব, আবাসিক, মিশ্র ও বাণিজ্যিক ও শিল্প শ্রেণিতে ভাগ করে এসব এলাকায় শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

বিধিমালায় হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং এর চারপাশের ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে নীরব এলাকা বলা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় শব্দের মানমাত্রা দিনে (ভোর ৬টা থেকে রাত ৯টা) ৫০ ডেসিবল ও রাতে (রাত ৯টা থেকে ভোর ৬টা) ৪০ ডেসিবল। আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবল, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবল এবং বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবল গ্রহণযোগ্য মাত্রা। শিল্প এলাকায় শব্দের মানমাত্রা দিনে ৭৫ ডেসিবল ও রাতে ৭০ ডেসিবল।

মানিক মিয়া এভিনিউ, আসাদ গেট, বাংলামোটর, শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ধানমণ্ডি, আগারগাঁও, সচিবালয় এলাকাসহ ঢাকা মহানগরীর ৪৪টি স্থানে জরিপ পরিচালনা করে পরিজা।

এর ফলাফলে বলা হয়েছে, নীরব হিসেবে নির্ধারিত এলাকাগুলোর মধ্যে দিনে সবচেয়ে বেশি শব্দদূষণ হয় সচিবালয় এলাকায়। সেখানে দিনের বেলা ১০১.৭ ডেসিবল শব্দ রেকর্ড করা হয়, যা নির্ধারিত মানমাত্রার দ্বিগুণ। অন্যদিকে রাতে সবচেয়ে বেশি ১০১.৫ ডেসিবল শব্দ পাওয়া গেছে ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতাল এলাকায়, যা নির্ধারিত মানমাত্রার চেয়ে আড়াই গুণ বেশি।

নীরব এলাকায় ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনের শব্দের মাত্রা ছিল ৮৪.৫ থেকে ১০১.৭ ডেসিবল। রাতে তা ৯৬.৪ থেকে ১০১.৫ ডেসিবলের মধ্যে। আবাসিক এলাকায় দিনে ৮২ থেকে ৯১ ডেসিবল ও রাতে ৮৩ থেকে ৯১ ডেসিবল পাওয়া গেছে। বাণিজ্যিক এলাকায় শব্দের মাত্রা ছিল দিনে ৯২ থেকে ৯৭ ডেসিবল ও রাতে ৯১ থেকে ৯৯ ডেসিবল।

সংবাদ সম্মেলনে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন আন্দোলনের (পরিজা) সভাপতি ও পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী মো. আবদুস সোবহান শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে নির্দিষ্ট কর্মকর্তা নিয়োগ ও আইনের বাস্তবায়নের ওপর জোর দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মতে, ৬০ ডেসিবল শব্দে মানুষের শ্রবণশক্তি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ১০০ ডেসিবল শব্দে শ্রবণশক্তি চিরতরে হারাতে পারে। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান অবস্থা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ঢাকা মহানগরীর ৫০ শতাংশ মানুষ ৩০ ডেসিবল মাত্রার শব্দ শোনার ক্ষমতা হারাবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন বলেন, শব্দদূষণের ফলে মানুষ কেবল শ্রবণশক্তি হারায় না, নানা ধরনের জটিল রোগেও আক্রান্ত হয়। সূত্র : কালের কণ্ঠ

হককথা/নাছরিন