ড. সুফিয়ান খন্দকার আর নেই
- প্রকাশের সময় : ১২:৫২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ৭৬ বার পঠিত
ইউএনএ,নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী কমিনিটির পরিচিতমুখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি সম্পদ বিশেষজ্ঞ ড. সুফিয়ান খন্দকার (৭৭) আর নেই। রোববার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় তিনি সিটির এস্টোরিয়া মাউন্ট সানাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।
মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. রুবি খন্দকার ও দুই ছেলে সহ অনেক আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সন্তান ড. সুফিয়ান খন্দকার নিউইয়র্ক সিটির জ্যামাইকা এস্টেটে স্থায়ীভাবে বসবাস করতেন। সোমবার সকালে তার মরদেহ হাসপাতাল থেকে ফিউনারেলে আনা হবে। এদিনই জামাইকাস্থ মুসলিম সেন্টারে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে কখন এই জানাজা অনুষ্ঠিত হবে তার পরিবারের সদস্যরা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করতে পারেন নি। তবে লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল সেমিটারিতে তাকে সমাহিত করা হবে বলে তার পুত্রবধূ রেজোয়ানা সুফিয়ান জানিয়েছেন।
মরহুম ড. সুফিয়ান খন্দকার ১৯৪৬ সালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় জন্মগ্রহন করেন। ১৯৭৬ সাল থেকে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। তাঁর মৃত্যুতে বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি শাহ নেওয়াজ ও সাধারন সম্পাদক জেএফএম রাসেল, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মমিন মজুমদার, কমিউনিটি একটিভিস্ট নাসির আলী খান পল, প্রবাসী উল্লাপাড়া সোসাইটির সভাপতি শামসুল ইসলাম, প্রধান উপদেষ্টা রকিবুজ্জামান খান তনু ও সাধারন সম্পাদক শফিউল আলম ও সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।