নিউইয়র্ক ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাবার মৃত্যুর খবরে লুকিয়ে এলেন পপি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:২৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৩ বার পঠিত

বাবাকে হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রীর বাবা আমির হোসেন।

জানা যায়, কয়েক বছর ধরে পপির বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এদিকে বাবার মৃত্যুর খবরে দীর্ঘ ৩ বছরের আড়াল ভেঙে খুলনায় ছুটে গেছেন পপি। তবে সেখানে প্রকাশ্যে আসেননি তিনি। বেশ সাবধানতা অবলম্বন করেই বাবাকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী। পপির পারিবারিক সূত্রের খবর, সোমবার বিকেলেই খুলনায় পৌঁছান পপি। সেখানে একটি সাদা গাড়িতে করে হাজির হন তিনি। পরণে ছিল কালো পোশাক। সঙ্গে স্বামী-সন্তানও উপস্থিত ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিন খুলনায় নিজ বাড়িতে পৌঁছে নিকট আত্মীয় ব্যতীত কারো সঙ্গে দেখা করেননি এই অভিনেত্রী। এমনকি বাড়িতেও বেশি সময় অবস্থান করেননি তিনি। যতটুকু সময় ছিলেন, চেষ্টা করেছেন নিজেকে ঘরবন্দি করে রাখতে। বাড়ি ছেড়ে বেড়িয়ে খুলনায় কোনো হোটেলে উঠেছেন পপি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ঢাকা পোস্টের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। ২০২০ সালে হঠাৎ করেই নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান তিনি। এরপর একাধিকবার তার বিয়ে, সন্তানের খবর প্রকাশ পেলেও প্রকাশ্যে আসেননি এই অভিনেত্রী। এমনকি বিয়ে, সন্তান নিয়েও কোথাও কোনো মন্তব্য করেননি। সূত্র : ঢাকা পোষ্ট।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাবার মৃত্যুর খবরে লুকিয়ে এলেন পপি

প্রকাশের সময় : ০১:২৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

বাবাকে হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রীর বাবা আমির হোসেন।

জানা যায়, কয়েক বছর ধরে পপির বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এদিকে বাবার মৃত্যুর খবরে দীর্ঘ ৩ বছরের আড়াল ভেঙে খুলনায় ছুটে গেছেন পপি। তবে সেখানে প্রকাশ্যে আসেননি তিনি। বেশ সাবধানতা অবলম্বন করেই বাবাকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী। পপির পারিবারিক সূত্রের খবর, সোমবার বিকেলেই খুলনায় পৌঁছান পপি। সেখানে একটি সাদা গাড়িতে করে হাজির হন তিনি। পরণে ছিল কালো পোশাক। সঙ্গে স্বামী-সন্তানও উপস্থিত ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিন খুলনায় নিজ বাড়িতে পৌঁছে নিকট আত্মীয় ব্যতীত কারো সঙ্গে দেখা করেননি এই অভিনেত্রী। এমনকি বাড়িতেও বেশি সময় অবস্থান করেননি তিনি। যতটুকু সময় ছিলেন, চেষ্টা করেছেন নিজেকে ঘরবন্দি করে রাখতে। বাড়ি ছেড়ে বেড়িয়ে খুলনায় কোনো হোটেলে উঠেছেন পপি, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে ঢাকা পোস্টের পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি দীর্ঘ তিন বছর ধরে অন্তরালে রয়েছেন। ২০২০ সালে হঠাৎ করেই নিজেকে লোকচক্ষুর আড়ালে নিয়ে যান তিনি। এরপর একাধিকবার তার বিয়ে, সন্তানের খবর প্রকাশ পেলেও প্রকাশ্যে আসেননি এই অভিনেত্রী। এমনকি বিয়ে, সন্তান নিয়েও কোথাও কোনো মন্তব্য করেননি। সূত্র : ঢাকা পোষ্ট।