নিউইয়র্ক ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ছে: প্রতিমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১১৮ বার পঠিত

ভর্তুকি কমাতে এবং বেড়ে যাওয়া জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করতেই আগামী পহেলা মার্চ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। নসরুল হামিদ বলেন, সরকারের ভর্তুকি কমাতে তিন বছরে দাম সমন্বয় করা হবে। ‘এবার ৩৪ পয়সা দিয়ে সমন্বয় শুরু করছি। ৭০ পয়সা পর্যন্ত করা হবে। মার্চ থেকে হবে কার্যকর,’ বলেন তিনি।

আর নতুন দামের গেজেট মঙ্গলবারই প্রকাশ হতে পারে বলেও জানান তিনি। বলেন, গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়তে পারে।

নসরুল হামিদ বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় কয়লার দাম বেড়েছে। জ্বালানির দামের সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়। গোটা পৃথিবীতেই তাই হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী হানি সেলেম সনবলের সঙ্গে বৈঠক হয় প্রতিমন্ত্রীর।

আইটিএফসি প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সন্তোষজনক। জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামোর পাশাপাশি নতুন খাতেও আইটিএফসি সহায়তা করবে। এদিকে আইটিএফসির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকে এলএনজি ও জ্বালানি তেল কেনার বিষয়ে অর্থায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সূত্র : একাত্তর টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ছে: প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

ভর্তুকি কমাতে এবং বেড়ে যাওয়া জ্বালানির দামের সঙ্গে সমন্বয় করতেই আগামী পহেলা মার্চ থেকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। নসরুল হামিদ বলেন, সরকারের ভর্তুকি কমাতে তিন বছরে দাম সমন্বয় করা হবে। ‘এবার ৩৪ পয়সা দিয়ে সমন্বয় শুরু করছি। ৭০ পয়সা পর্যন্ত করা হবে। মার্চ থেকে হবে কার্যকর,’ বলেন তিনি।

আর নতুন দামের গেজেট মঙ্গলবারই প্রকাশ হতে পারে বলেও জানান তিনি। বলেন, গ্যাসের দামও বাড়ছে। তবে বাসাবাড়ির গ্রাহক ও শিল্প পর্যায়ে এখন দাম বাড়বে না। শুধু বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গ্যাসের দাম বাড়তে পারে।

নসরুল হামিদ বলেন, ডলারের দাম বেড়ে যাওয়ায় কয়লার দাম বেড়েছে। জ্বালানির দামের সঙ্গে বিদ্যুতের দাম সমন্বয় করতে হয়। গোটা পৃথিবীতেই তাই হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) প্রধান নির্বাহী হানি সেলেম সনবলের সঙ্গে বৈঠক হয় প্রতিমন্ত্রীর।

আইটিএফসি প্রধান নির্বাহী বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সন্তোষজনক। জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অবকাঠামোর পাশাপাশি নতুন খাতেও আইটিএফসি সহায়তা করবে। এদিকে আইটিএফসির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকে এলএনজি ও জ্বালানি তেল কেনার বিষয়ে অর্থায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সূত্র : একাত্তর টিভি।