সৌদি আরবের উষ্ট্রারোহী বাহিনীতে প্রথম নারীর অভিষেক
- প্রকাশের সময় : ১১:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯১ বার পঠিত
নারীর ক্ষমতায়নে সৌদি আরবের আশার প্রতিফলন হিসেবে সৌদি আরবের উষ্ট্রারোহী টহল বাহিনীতে যোগ দিয়েছেন প্রথম কোনো নারী সদস্য। দেশটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তার অভিষেক হয়। সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তবে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে সৌদি অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক ফায়েজ আল মালকির সঙ্গে একটি ভিডিও সাক্ষাৎকারে সেই নারী বলেন, টহল বাহিনীতে প্রথম সৌদি নারী হিসেবে যোগদানের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
২২ ফেব্রুয়ারি ছিল সৌদি আরবের প্রতিষ্ঠা বার্ষিকী। ওইদিনই সে উষ্ট্রারোহী টহল বাহিনীতে যোগদান করেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে ওই নারীকে নিরাপত্তা টহলের কাজে ব্যবহৃত বাহন উটের পিঠে চড়তে দেখা গেছে।
এর আগে ২০১৯ সালে নারীদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতির ঘোষণা দেয় সৌদি আরব। দেশটিতে নারীর ক্ষমতায়ন নিশ্চিতের জন্য সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এছাড়া ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয়া হয়। ধর্মীয় রীতিনীতি ও সামাজিক সংস্কারের এসব উদ্যোগ সৌদি প্রিন্সের ‘ভিশন ২০৩০’ এর অংশ। এসব সিদ্ধান্তের মাধ্যমে তেলনির্ভর অর্থনীতির দেশ সৌদিকে আধুনিক ও উদারবাদী করে গড়ে তুলতে চান মোহাম্মদ বিন সালমান। সূত্র : বাংলাদেশ জার্নাল।