নিউইয়র্ক ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করল ইউক্রেন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৯ বার পঠিত

রাশিয়ার সামরিক গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত এ-ফিফটি বিমান ভূ-পাতিত করার দাবি করেছে ইউক্রেন। এ বছর মধ্যে দ্বিতীয় বারের মত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার সামরিক বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। শুক্রবার ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক বিমানটি ভূপাতিত করতে তার সেনাবাহিনীর পরিষেবা এবং সামরিক বুদ্ধিমত্তাকে ধন্যবাদ জানিয়েছেন। এ-ফিফটি একটি দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, বিমানটি রাশিয়ার রোস্তভ-অন-ডন ও ক্রাসনোডার শহরের মধ্যবর্তী কোন স্থানে হামলার শিকার হয়, যা যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। রাশিয়া এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশে হামলার শিকার হবার সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন, গাঢ় ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে বিমানটি ভূপাতিত হয়। এর আগে ইউক্রেন ১৪ জানুয়ারিতে রাশিয়ার একটি এ-ফিফটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছিল যে রাশিয়ার ছয়টি অপারেশনাল এ-ফিফটি এই মুহূর্তে বলবৎ রয়েছে।

উল্লেখ্য রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার দুই বছর পূর্ণ হচ্ছে শনিবার। সূত্র : একাত্তর টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রাশিয়ার গোয়েন্দা বিমান ভূপাতিত করল ইউক্রেন

প্রকাশের সময় : ০৩:৪৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

রাশিয়ার সামরিক গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত এ-ফিফটি বিমান ভূ-পাতিত করার দাবি করেছে ইউক্রেন। এ বছর মধ্যে দ্বিতীয় বারের মত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার সামরিক বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। শুক্রবার ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুক বিমানটি ভূপাতিত করতে তার সেনাবাহিনীর পরিষেবা এবং সামরিক বুদ্ধিমত্তাকে ধন্যবাদ জানিয়েছেন। এ-ফিফটি একটি দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান।

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, বিমানটি রাশিয়ার রোস্তভ-অন-ডন ও ক্রাসনোডার শহরের মধ্যবর্তী কোন স্থানে হামলার শিকার হয়, যা যুদ্ধের ফ্রন্ট লাইন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। রাশিয়া এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আকাশে হামলার শিকার হবার সাথে সাথেই বিমানটিতে আগুন ধরে যায় এবং আকাশে ঘন, গাঢ় ধোঁয়ার কুণ্ডুলি পাকিয়ে বিমানটি ভূপাতিত হয়। এর আগে ইউক্রেন ১৪ জানুয়ারিতে রাশিয়ার একটি এ-ফিফটি বিমান ভূপাতিত করার দাবি করেছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে বলা হয়েছিল যে রাশিয়ার ছয়টি অপারেশনাল এ-ফিফটি এই মুহূর্তে বলবৎ রয়েছে।

উল্লেখ্য রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার দুই বছর পূর্ণ হচ্ছে শনিবার। সূত্র : একাত্তর টিভি।